মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর কর্ণহার থানার
তেতুলিয়া মোড়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে
পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) রাতে একটি চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা
হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ সেলিম রেজা রাজু (২৮) ও মোঃ সনেট আলী
(২৪)। তারা দুজনেই কর্ণহার থানার তেতুলিয়া এলাকার বাসিন্দা। সেলিম
রেজা রাজু ওই এলাকার মোঃ আতাহার আলীর ছেলে এবং সনেট আলী একই
এলাকার মৃত স্বপনের ছেলে।
কর্ণহার থানা পুলিশ জানায়, সোমবার রাতে থানার একটি দল মোবাইল
ডিউটিতে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, দুইজন
ব্যক্তি মোটরসাইকেলে করে গাঁজা বিক্রির জন্য দারুশা বাজারের দিকে
যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ১০টার দিকে তেতুলিয়া মোড়ে একটি
চেকপোস্ট বসানো হয়।
চেকপোস্ট চলাকালে সেলিম রেজা রাজু ও সনেট আলীকে থামিয়ে তল্লাশি
চালিয়ে তাদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কর্ণহার থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম জানান,
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মঙঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা
হয়েছে।