মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা এলাকা
থেকে ৫টি সোনার বারসহ মোঃ মোশারফ হোসেন (২০) নামে এক যুবককে
আটক করেছে পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে পৌরসভার হাটপাড়া ঘাট
এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মোশারফ হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বকচর গ্রামের
মোঃ নাইমুল ইসলামের ছেলে।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী মডেল থানা পুলিশ
জানতে পারে, পৌরসভার হাটপাড়া ঘাট এলাকা স্বর্ণ চোরাচালান হচ্ছে।
এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযানর চালিয়ে সন্দেহজনকভাবে এক
ব্যক্তিকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে পুঙ্গির ভাঁজে লুকানো
অবস্থায় ৫টি সোনার বারের কাটা অংশ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সোনার ওজন ২৯৪.১৩ গ্রাম, যার আনুমানিক মূল্য প্রায় ৫৪ লাখ
৮১ হাজার টাকা।
জিজ্ঞাসাবাদে মোশারফ জানায়, পলাতক ডাবলু ও জাহিদসহ আরও দুই-
তিনজনের সহযোগিতায় সে বিভিন্ন জেলা থেকে সোনা সংগ্রহ করে
ভারতে পাচারের জন্য প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার
সহযোগী ডাবলু ও জাহিদ পালিয়ে যায়।
আটক মোশারফ হোসেন এবং পলাতক ডাবলু ও জাহিদের বিরুদ্ধে
গোদাগাড়ী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর অধীনে একটি
মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এটি একটি আন্তর্জাতিক সোনা পাচার চক্রের অংশ
হতে পারে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।