logo

সময়: ১২:৪৭, বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ১২:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Ekattor Shadhinota
২১ অক্টোবর, ২০২৫ | সময়ঃ ০৯:৪৯
photo
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাতীয় বিশ্ববিদ্যালয়, ২১ অক্টোবর ২০২৫: বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও কেক কাটাসহ নানা কর্মসূচিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

 

মঙ্গলবার (২১ অক্টোবর, ২০২৫) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ র‍্যালির নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।    

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মোঃ লুৎফর রহমান ও প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ র‍্যালিতে অংশগ্রহণ করেন। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়।

 

দেশে উচ্চ শিক্ষার প্রসার বিশেষ করে সারাদেশের কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদানের লক্ষ্যে ১৯৯২ সালের ২১ অক্টোবর যাত্রা শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয়। সংসদীয় আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় জাতীয় বিশ্ববিদ্যালয়।

 

এই উদ্যোগের ফলে দেশের উচ্চশিক্ষার সুযোগ ব্যাপকভাবে প্রসারিত হয়। সফলতার ধারাবাহিকতায় ৩৩ বছর পূর্ণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২২৫৭টি কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৮ লাখ, যা দেশের মোট উচ্চ শিক্ষার ৭০ শতাংশ।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…