মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী সিটি কর্পোরেশনের
(রাসিক) বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহের পরিদর্শন,
অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে নগরভবনের কমান্ড এন্ড কাউন্সিল কক্ষে এ
সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন স্থানীয় সরকার
বিভাগের যুগ্মসচিব মো. আল মামুন।
প্রধান অতিথির বক্তৃতায় যুগ্মসচিব বলেন, রাজশাহী
মহানগরীতে চলমান সকল উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে সমাপ্ত
করতে হবে। সংশ্লিষ্ট সকলকে আরও বেশি আন্তরিক হওয়ার পরামর্শ
প্রদান করে তিনি বলেন, সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকারের
অধীন প্রতিষ্ঠানসমূহ সরাসরি নাগরিকদের সাথে কাজ করে।
নাগরিক সেবা সুনিশ্চিতকরণে আমাদের আরও আন্তরিকভাবে কাজ
করতে হবে।
এসময় চলমান উন্নয়ন প্রকল্পের প্রতিটি কাজে স্বচ্ছতা ও
জবাবদিহিতা নিশ্চিতকরণের বিষয়টি বিবেচনায় রাখার আহ্বান
জানান তিনি।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা
মো. রেজাউল করিমের সভাপতিত্বে সভায় রাসিকের তত্ত্বাবধায়ক
প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.
এএফএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু
সালেহ মো. নুর-ই-সাঈদ, রাজশাহী মহানগরীর সমন্বিত উন্নয়ন
প্রকল্পের পরিচালক ও নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমানসহ
রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. আল মামুন নগরীর
চলমান উন্নয়ন প্রকল্পের বিভিন্ন কাজ পরিদর্শন করেন।