ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গোবিন্দপুর এলাকায় মাদক ব্যবসার ভাগাভাগি ও কর্তৃত্ব নিয়ে বিরোধের জেরে একটি নৃশংস হত্যাকান্ড সংঘটিত হয়। ভিকটিম আসাদুজ্জামান নূর @ তুরাগ (২২), যিনি একজন ফরিদপুর রাজেন্দ্র কলেজের অনার্সের ছাত্র ছিলেন, গত ১১/১০/২০২৩ তারিখ বিকেলে বাসা থেকে বের হওয়ার পর কানা তুষার গ্রুপের সদস্যরা কৌশলে ভিকটিমকে গোবিন্দপুর এলাকার একটি কলাবাগানে নিয়ে গিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে এবং তার এক হাত কেটে নিয়ে যায়।
হত্যার পর লাশ গোপন করার উদ্দেশ্যে বাগানের ভিতরে কলার পাতার নিচে চাপা দিয়ে রাখে।
এই ঘটনায় নিহতের পিতা ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং- ৩২, তারিখ- ১৩/১০/২০২৩ খ্রি., ধারা- ১৪৩/৩২৬/৩০২/২০১/৩৪ পেনাল কোড, ১৮৬০)।
উক্ত মামলার তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০, ঢাকা’র অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করে।
গতকাল ২০/১০/২০২৫ তারিখ রাত অনুমান ২৩.১০ ঘটিকায় র্যাব-১০ এর আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন আলীপুর কবরস্থান এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো: ফারুক @ চেরয়া ফারুক (৪০), পিতা- মৃত করিম শেখ, সাং- অম্বিকাপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।