logo

সময়: ০৩:৫৯, সোমবার, ০৫ জানুয়ারী, ২০২৬

২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ০৩:৫৯ অপরাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহীতে গাঁজা-ইয়াবা-ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার-৪

Ekattor Shadhinota
০৩ জানুয়ারী, ২০২৬ | সময়ঃ ১০:০৮
photo
রাজশাহীতে গাঁজা-ইয়াবা-ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার-৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় পৃথক
মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল
ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা
পুলিশ (ডিবি)।
শুক্রবার (২ জানুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময়
তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা, ৮০ পিস ইয়াবা এবং ১০৫ পিস
ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ সাইদুল আলম সাগর (৩৩), আবু হানিফ (৪০),
মোঃ সিয়াম (৩২) ও মোঃ শাহিন (৩২)। তারা সকলেই রাজশাহী নগরীর
বাসিন্দা।
শনিবার বিকাল সাড়ে ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র
উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে নগরীর বোয়ালিয়া থানার
বড়কুঠিপাড়া এলাকায় ১ কেজি গাঁজা-সহ সাইদুল ও হানিফকে গ্রেফতার
করেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ গোলাম কবিরের নেতৃত্বে ডিবি
পুলিশের একটি দল। জিজ্ঞাসাবাদে জানা গেছে, হানিফ সাইদুলের
সহযোগী হিসেবে মাদক কারবারে জড়িত ছিলেন। সাইদুলের বিরুদ্ধে
চন্দ্রিমা থানায় পূর্বে একটি মাদক মামলা চলমান রয়েছে।
একই দিন রাত পৌনে ১১টার দিকে রাজপাড়া থানার কেশবপুর এলাকায় ইয়াবা
বিক্রির সময় মোঃ সিয়ামকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট-সহ তাকে
গ্রেফতার করেন পুলিশ পরিদর্শক মোঃ আরিফুর রহমান, পিপিএম-এর
নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল। এ সময় তার সহযোগী আকাশ ওরফে
বার্মা পালিয়ে যায়। সিয়ামের বিরুদ্ধে রাজপাড়া থানায় বিভিন্ন অপরাধে
একাধিক মামলা রয়েছে।
এরআগে রাত সাড়ে ৮টার দিকে নগরীর মতিহার থানার চর শ্যামপুর এলাকায়
ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির সময় মোঃ শাহিনকে ৫০ পিস ট্যাপেন্টাডল
ট্যাবলেট-সহ তাকে গ্রেফতার করেন পুলিশ পরিদর্শক মোঃ নজরুল ইসলাম
জুয়েলের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল। এ সময় তার সহযোগী
মোছাঃ রেখা পালিয়ে যায়। তবে রেখার ফেলে যাওয়া একটি প্লাস্টিকের পট
থেকে আরও ৫৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪ হাজার
২৬০ টাকা জব্দ করা হয়। শাহিনের বিরুদ্ধে মতিহার থানায় একাধিক মামলা
রয়েছে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য
নিজেদের কাছে রেখেছিল বলে স্বীকার করেছে।
এ ব্যপারে গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। পলাতক
আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত মাদক কারবারীদের শনিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে
জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…