logo

সময়: ০৩:৫৯, সোমবার, ০৫ জানুয়ারী, ২০২৬

২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ০৩:৫৯ অপরাহ্ন

সর্বশেষ খবর

মনোহরগঞ্জে শীতার্তদের মাঝে সাংবাদিক সমিতির কম্বল বিতরণ

Ekattor Shadhinota
০৩ জানুয়ারী, ২০২৬ | সময়ঃ ০৮:২৬
photo
মনোহরগঞ্জে শীতার্তদের মাঝে সাংবাদিক সমিতির কম্বল বিতরণ

 

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় শীতার্ত গরীব মেধাবী মাদরাসা শিক্ষার্থী ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সাংবাদিক সমিতি মনোহরগঞ্জ উপজেলা শাখা।  
শনিবার (৩ জানুয়ারী ) উপজেলার দিঘীরপাড় মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম।  

এসময় তিনি বলেন-
মানবকল্যাণে সরকারের পাশাপাশি রাস্ট্রের সকল নাগরিকদের এগিয়ে আসতে হবে। বর্তমানে সারাদেশে যে শৈত্যপ্রবাহ চলছে। এতে গরীব অসহায় মানুষগুলো অনেক কষ্টে জীবন যাপন করছেন। বাংলাদেশ সাংবাদিক সমিতি মনোহরগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ আজকে যে আয়োজন করেছেন। তা নি:সন্দেহ প্রশংসার দাবিদার।  

তিনি বলেন -বাংলাদেশ আমাদের সবার। দেশকে এগিয়ে নিতে আমরা সমুন্নতি ভাবে কাজ করতে হবে। পরে তিনি গরীব মেধাবী মাদরাসা শিক্ষার্থীদের হাতে কম্বলের পাশাপাশি কলম তুলে দেন। 
 শাহিনুর ইসলাম বলেন-আমি মনোহরগঞ্জ থানায় নবাগত অফিসার ইনচার্জ। আপনাদের সকল ধরনের সমাধানের পাশাপাশি সেবা দিতে বদ্ধ পরিকর। 

বাংলাদেশ সাংবাদিক সমিতি মনোহরগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা ও মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু ইউসুফের সভাপতিত্বে এবং  সিনিয়র সহ সভাপতি  ও দৈনিক কুমিল্লার জমিনের উপজেলা প্রতিনিধি আবদুল বাকী মিলনের সঞ্চালনায়
বিশেষ অতিথি ছিলেন পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ আবদুল কুদ্দুস হিলালী, উত্তর হাওলা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক হুমায়ুন কবির সেলিম, মনোহরগঞ্জ উপজেলা সাংবাদিক সমিতির উপদেষ্টা ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি আবদুর রহিম, স্বেচ্ছাসেবী সংগঠন নাছির উদ্দিন ফাউন্ডেশনের মহাসচিব হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ, সংগঠনের মনোহরগঞ্জ উপজেলা সভাপতি ও দৈনিক ইনকিলাব এর উপজেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি শাহাদাত হোসেন,  
বিশিষ্ট সমাজ সেবক মাহফুজুর রহমান, নেছার আহমেদ নাছির, মানবাধিকার কর্মী ও সাংবাদিক ফিরোজ আলম, 
দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি আমানত উল্লাহ লিংকন, দৈনিক আজকের জীবন প্রতিনিধি আলমগীর হোসেন, দৈনিক গণমুক্তির প্রতিনিধি আবদুল ওহাব মিলন, বিশিষ্ট সমাজ সেবক মাইন উদ্দিন,মাস্টার ইয়াছিন মজুমদার, শাখাওয়াত হোসেন,  জহিরুল ইসলাম মাসুম, সাফায়েত হোসেন,,জামানা টিভির প্রতিনিধি ইমরান হোসেন, ,সাপ্তাহিক আলোর দিশারী প্রতিনিধি আবদুল মমিন প্রমুখ।

বক্তারা বলেন - শীত মৌসুমে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের কষ্ট লাঘবে সাংবাদিকগণ  সবসময় আন্তরিকভাবে কাজ করছেন। মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা যেন শীতে কষ্ট না পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা উপজেলা সাংবাদিক সমিতির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উত্তর হাওলা দিঘির পাড় দারুল উলুম মাদরাসার মোহতামিম মাওলানা সানা উল্লাহ। 

গরীব মেধাবী মাদরাসা শিক্ষার্থীরা হাতে কম্বল ও কলম পেয়ে উচ্ছ্বাসিত হতে দেখা যায়। পাশাপাশি অসহায়রা হাতে কম্বল পেয়ে চোখে মুখে হাসি দেখা যায়।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…