logo

সময়: ০৪:০১, সোমবার, ০৫ জানুয়ারী, ২০২৬

২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ০৪:০১ অপরাহ্ন

সর্বশেষ খবর

ফরিদপুরের অটোরিক্সা ছিনতাই ও চালককে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ভাগ্নে শামীম (২৯)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

Ekattor Shadhinota
০৩ জানুয়ারী, ২০২৬ | সময়ঃ ১০:০৪
photo
ফরিদপুরের অটোরিক্সা ছিনতাই ও চালককে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ভাগ্নে শামীম (২৯)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

 র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে ফরিদপুরের অটোরিক্সা ছিনতাই ও চালক ফারুক তালুকদার (৪০)’কে হত্যা মামলায় যাবজ্জীবন ও ১০ বছরের কারাদন্ড প্রাপ্ত আসামি ভাগ্নে শামীম (২৯)’কে গ্রেফতার করে ।

  অদ্য ০৩/০১/২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১২.০৫ ঘটিকার সময় র‌্যাব-১০ এর আভিযানিক দলটি ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন জনতা ব্যাংকের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ফরিদপুর জেলার কোতয়ালী থানার দায়েরকৃত হত্যা মামলা (মামলা নং- ১৮, তারিখ- ০৭/০৩/২০২০ খ্রি.) অনুযায়ী বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত, ফরিদপুর কর্তৃক দন্ডপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত আসামি মো: শামীম ওরফে ভাগ্নে শামীম (২৯), পিতা- সাদেক, সাং- বারইপাড়া, থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ী’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালত পেনাল কোড, ১৮৬০ এর ৩০২ তৎসহ পঠিতব্য ৩৪ ধারায় যাবজ্জীবন কারাদন্ড এবং ২০,০০০/- অর্থদন্ড অনাদায়ে আরো ০২ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং পেনাল কোড, ১৮৬০ এর ৩৯৪ তৎসহ পঠিতব্য ৩৪ ধারায় ১০ বছরের সশ্রম কারাদন্ড এবং ২০,০০০/- অর্থদন্ড অনাদায়ে আরো ০২ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

  মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ৬ মার্চ রাজবাড়ীর গোপ্ত মানিক গ্রাম থেকে অটোরিক্সা নিয়ে বের হওয়া ফারুক তালুকদারকে ফরিদপুর যাওয়ার কথা বলে ভাড়া করে নিয়ে গিয়ে ফরিদপুর সদর উপজেলার ফতেহপুর শ্মশানঘাট এলাকায় কুপিয়ে হত্যা করে আসামিরা অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। ওই রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয় এবং পরদিন তার ভাই মো. হান্নান তালুকদার অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালি থানায় মামলা দায়ের করেন। অটোরিক্সা ছিনতাই করতে চালককে কুপিয়ে হত্যা মামলায় দীর্ঘ শুনানী ও সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত, ফরিদপুর গত ২৯/০৫/২০২৫ তারিখে রায় প্রদান করেন। রায় প্রদানের পর গ্রেফতারকৃত আসামি আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।

  গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…