Masud Rana
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি)
কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত কনস্টেবল সাইফুজ্জামানের দ্বিতীয় স্ত্রী
পুলিশের পোশাক পরে একটি টিকটক ভিডিও প্রকাশ করায় সামাজিক
যোগাযোগমাধ্যমে পুলিশের ভাবমূর্তি নিয়ে বিরূপ মন্তব্যের সৃষ্টি
হয়েছে।
বিষয়টি বৃহস্পতিবার (২ জানুয়ারী) আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের
নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে কনস্টেবল সাইফুজ্জামানকে সাময়িক
বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ
কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, ঘটনার পরপরই আরএমপি কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত শুরু করে।
তদন্তে দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রাথমিক সত্যতা
পাওয়ায় সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরএমপি’র এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, পুলিশের পোশাকের
অপব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ভিডিও প্রকাশ পুলিশ
বাহিনীর শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থী। এ ঘটনায় কনস্টেবল সাইফুজ্জামানের
বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে
বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। পুলিশ কর্তৃপক্ষ
জানিয়েছে, তদন্ত শেষ হলে বিধি অনুযায়ী চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।