Masud Rana
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর চারঘাট সীমান্তে অভিযান
চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় কোডিন
সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১১টায় উপজেলার টাংগন পূর্ব পাড়া
এলাকার একটি আম বাগান থেকে এসব মাদক জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী
ব্যাটালিয়নের (১ বিজিবি) অধীনস্থ ইউসুফপুর বিওপি’র একটি
আভিযানিক দল জানতে পারে, চোরাকারবারীরা বিক্রয়ের উদ্দেশ্যে চারঘাট
থানাধীন টাংগন পূর্ব পাড়া এলাকার একটি আম বাগানে মাদক লুকিয়ে
রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছলে বিজিবির উপস্থিতি
টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে আম বাগানে তল্লাশির এক
পর্যায়ে গাছের গোড়ায় পরিত্যক্ত অবস্থায় একটি শপিং ব্যাগে ৩০ বোতল
ভারতীয় কোডিন সিরাপ জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত কোডিন সিরাপ চারঘাট থানায় জমা দেওয়া
হয়েছে। এছাড়া চোরাচালানের সাথে জড়িতদের শনাক্তকরণ এবং তাদের
বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা
হয়েছে।