র্যাব-১০ এর সিপিসি-১ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল ১ জানুয়ারি ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি ফ্ল্যাট থেকে ৩টি ককটেল সদৃশ্য বস্তু, ২টি স্টিলের তৈরি দেশীয় অস্ত্র ও ৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অপর এক অভিযানে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন বিবিরবাগিচা এলাকায় একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে র্যাব-১০।
এ সময় ২টি ককটেল সদৃশ্য বস্তু, ৩টি স্টিলের তৈরি দেশীয় অস্ত্র, ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ ৬৮ হাজার ৮৬০ টাকা এবং ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযানে ১। মো: জানে আলম হোসেন @ আশিক (২৫), পিতা- মৃত আব্দুল কাদের খান, সাং- মোল্লা কান্দী, থানা- নড়িয়া, জেলা- শরিয়তপুর এবং ২। বনি ইসলাম বর্ষণ (২০), পিতা- মো: শিপলু, সাং- দরগাপাড়া, থানা- বোয়ালিয়া, আরএমপি, রাজশাহী’দ্বয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি রিয়াজুল ইসলাম রিয়াজ @ কালিয়া রিয়াজ (৩০) এর বিরুদ্ধে হত্যা ও ডাকাতি মামলাসহ মোট ০৫টি মামলা রয়েছে। অপর গ্রেফতারকৃত আসামি মো: জানে আলম হোসেন @ আশিক (২৫) এর বিরুদ্ধে দস্যুতা ও ডাকাতি মামলাসহ মোট ০৭টি মামলা রয়েছে। এছাড়া গ্রেফতারকৃত আসামি বনি ইসলাম বর্ষণ (২০) এর বিরুদ্ধে মাদক আইনের ০১টি মামলা রয়েছে।
উদ্ধারকৃত ককটেল সদৃশ্য বস্তুগুলো বিস্ফোরক হওয়ায় র্যাবের প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে সেগুলো নিরাপদভাবে ধ্বংস করা হয়। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সর্বদা প্রস্তুত রয়েছে। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও র্যাব পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে। এই অভিযানের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষায় র্যাবের সক্রিয় ও কার্যকর ভূমিকা আবারও প্রতিফলিত হয়েছে।