জসিম উদ্দিন রাজ,সোনাইমুড়ী
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায় জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর ১২ ঘটিকার সময় জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুম এ সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক এমপি ব্যারিষ্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন।
এর আগে জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো.হোসেন এর সভাপতিত্বে ও এডহক কমিটির অভিভাবক সদস্য শামছুল আলম মাসুদ এর সঞ্চালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সোনাইমুড়ী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক ৯নং ডেওটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.দিদার হোসেন দিদার,১নং জয়াগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম মহিন, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মো.সেলিম,জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.বেল্লাল হোসেন পাটোয়ারী, ৮নং সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এডভোকেট সেলীম শাহী,সাবেক উপজেলা বিএনপি'র সদস্য আবুল কালাম ডালী,১নং জয়াগ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মহিউদ্দিন মোহন,সোনাইমুড়ী উপজেলা কৃষকদলের আহবায়ক ফখরুল আলম চৌধুরী, যুবনেতা মো.হাসেম, সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নূর মোহাম্মদ সাদ্দামসহ প্রমুখ ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আগামী নির্বাচন জাতির সামনে একটি চ্যালেঞ্জ হিসাবে বিএনপি কাজ করবে। বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে,শিক্ষা ব্যবস্থার বেশ পরিবর্তন আসবে। বিশ্বের মাঝে বাংলাদেশিরা গর্ববোধ করে নিজেদের পরিচয় দিতে পারবে এবং বাংলাদেশের জনগণের গড়ে মাথাপিছু অনেক উন্নত পর্যায়ে থাকবে। আগামী নির্বাচন বিএনপির জন্য একটি অগ্নিপরীক্ষা, এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে জনগণের সমর্থন ও ভালোবাসার প্রয়োজন আছে। আপনারা সবাই সবার অবস্থান থেকে দেশ ও জনগণের জন্য কাজ করে যান। আর সন্ত্রাসীরা যে দলেরই হোক না কেন,তাদের দলের কোন বিবেচনা হবে না। সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে সে যে দলের হোক না কেন। আমরা আমাদের আগামী দিনের সোনার বাংলা গড়তে হলে এখন থেকে আমরা আমাদের অবস্থান থেকে কাজ করে যেতে হবে।