সাংবাদিক সাঈদ খানের নিবন্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের আজ ৬ সেপ্টেম্বর এক বিবৃতি প্রদান করেছেনঃ-
বিবৃতিতে তিনি বলেন, “দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ৬ সেপ্টেম্বর সংখ্যার ৬ষ্ঠ পাতায় ‘নীল নদের পানি নীল নয়’ শিরোনামে জনাব সাঈদ খানের প্রকাশিত নিবন্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যেসব মনগড়া, বানোয়াট, মিথ্যা ও উদ্দেশ্যমূলক তথ্য সন্ত্রাস চালানো হয়েছে, তার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, নিবন্ধে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো নতুন কিছু নয়।
ইসলামবিরোধী চক্র জনগণকে বিভ্রান্ত করার জন্য যুগ যুগ ধরে এ ধরনের ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে আসছে। জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণœ করার অসৎ উদ্দেশ্যেই বামপন্থী ও ধর্মনিরপেক্ষ মহল এসব অভিযোগকে বারবার সামনে আনে, অথচ আজ পর্যন্ত কোনো আদালতে সেগুলো প্রমাণ করতে সক্ষম হয়নি। বাস্তবে, জামায়াত বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে এবং দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ১৯৯১ সালে জামায়াতের নির্বাচিত ১৮ জন সংসদ সদস্য বিএনপিকে সমর্থন দিয়ে গণতান্ত্রিক সরকার গঠনে ভূমিকা রাখেন। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারে জামায়াতের দুইজন মন্ত্রী দায়িত্ব পালন করে জাতির উন্নয়নে কার্যকর অবদান রাখেন।
জনগণ অতীতে যেমন এসব অসত্য প্রচারণা প্রত্যাখ্যান করেছে, ভবিষ্যতেও তেমনি প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। কাজেই মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য জনাব সাঈদ খানকে অনুরোধ করছি। একইসাথে আমি আশা করছি দৈনিক কালের কণ্ঠ কর্তৃপক্ষ এই প্রতিবাদ বিবৃতিটি যথাযোগ্য স্থানে প্রকাশ করে পাঠকদের বিভ্রান্তি দূর করার সুযোগ করে দেবেন।”