logo

সময়: ০১:৫৫, সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ০১:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

জুলাই শহিদ পরিবার ও আহতদের শিক্ষা,কর্মঅভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসন করা হবে। --মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা 

Ekattor Shadhinota
০৭ সেপ্টেম্বর, ২০২৫ | সময়ঃ ০৯:৪৩
photo
জুলাই শহিদ পরিবার ও আহতদের শিক্ষা,কর্মঅভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসন করা হবে। --মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা 

ঢাকা,  ৭ সেপ্টেম্বর ২০২৫
 
মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম,  বীর প্রতীক বলেছেন জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের স্ব- স্ব  শিক্ষা , কর্ম- অভিজ্ঞতা  ও প্রশিক্ষণের মাধ্যমে যথাযথ ভাবে পুনর্বাসন করা হবে । তিনি বলেন, জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সুষ্ঠুভাবে পুনর্বাসনকল্পে ইতোমধ্যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় বিস্তারিত উল্লেখ করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে।

 তিনি আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জুলাই গণ- অভ্যূত্থানে শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিষয়ক আন্ত: মন্ত্রণালয় সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।

 উপদেষ্টা  জুলাইয়ের স্পিরিটকে তাদের চেতনা  এবং বীরত্বকে সমন্বিত রেখে  জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারদের  যেন যথাযথ মর্যাদায় পুনর্বাসন করা যায় সে লক্ষ্যে গৃহীত পদক্ষেপ এবং  ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের জন্য সকলের প্রতি আহ্বান জানান ।
 তিনি বলেন, জুলাই শহিদ ও আহতদের পুনর্বাসনের লক্ষ্যে সরকার ইতোমধ্যে ব্যাপক কর্মসূচি  গ্ৰহন করেছে। দ্রুতই এসকল কর্মসূচি বাস্তবায়ন করা হবে।


, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্ল্যাহ ভূঁইয়া , মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত  চৌধুরীর , গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম, বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন সহ বিভিন্ন  মন্ত্রণালয় , বিভাগ ও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন ।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…