logo

সময়: ০১:১২, সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ০১:১২ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহীতে আদিবাসী জনগোষ্ঠীর বসতভিটা উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

Ekattor Shadhinota
০৬ সেপ্টেম্বর, ২০২৫ | সময়ঃ ১০:৩২
photo
রাজশাহীতে আদিবাসী জনগোষ্ঠীর বসতভিটা উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর মোল্লাপাড়ার মালপাহাড়িয়া
আদিবাসী জনগোষ্ঠীর বসতভিটা উচ্ছেদের প্রতিবাদে, আদিবাসী পরিষদের
কেন্দ্রীয় কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে দিনের
আলো হিজড়া সংঘ, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, বরেন্দ্র ইয়ুথ
ফোরাম ও সবুজ সংহতি সংহতি জানিয়েছে এবং ভুক্তভোগী পাহাড়িয়া
পরিবারগুলো মানববন্ধনে অংশ নিয়েছেন।

শনিবার বেলা ১১টায় মহানগরীর জিরোপয়েন্ট এলাকায় এ মানববন্ধন
কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে রাজশাহীর মোল্লাপাড়ায়
বসবাস করে আসছি। অথচ স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ভয় দেখিয়ে
আমাদের উচ্ছেদের পরিকল্পনা করছে। এটি আমাদের অস্তিত্বের উপর সরাসরি
আঘাত।
বক্তারা আরও বলেন, প্রায় ৫৩ বছর ধরে পাহাড়িয়া সম্প্রদায়ের ২০টি পরিবার ওই
পল্লীতে বংশপরম্পরায় বসবাস করে আসছে। হঠাৎ করে কিছু ভূমিদস্যু দাবি
করছে এই জমি তাদের। এটি পাহাড়িয়া সম্প্রদায়কে উচ্ছেদের জন্য
পরিকল্পিত ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। দলিলপত্র দেখে প্রমাণ মেলে, জমিটি
পাহাড়িয়াদের। অথচ ভুয়া দলিল দেখিয়ে জমির মালিকানা দাবি করা হচ্ছে।
মানববন্ধনে আরও বলা হয়, যাদের প্রভাব ও পৃষ্ঠপোষকতায় আমাদের উচ্ছেদের
চেষ্টা চলছে, তাদের আইনের আওতায় আনতে হবে। নতুবা পাহাড়িয়া
সম্প্রদায়কে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি
দেন বক্তরা। 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…