logo

সময়: ১২:১১, শুক্রবার, ০৩ মে, ২০২৪

২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১২:১১ অপরাহ্ন

সর্বশেষ খবর

বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা সংলাপ আজ

Ekattor Shadhinota
১১ আগস্ট, ২০২২ | সময়ঃ ১১:৫৩
photo
ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি:   চতুর্থ প্রতিরক্ষা সংলাপে বসছে বাংলাদেশ ও ভারত। ভারতের নয়াদিল্লিতে আজ বৃহস্পতিবার অনুষ্ঠেয় এই সংলাপে দুদেশের প্রতিরক্ষা খাতের সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হবে।

দুবছর বিরতির পর আজ দ্বিপক্ষীয় এ বৈঠক হচ্ছে।  
এই তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্যমতে, সংলাপে ঢাকার পক্ষে সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে. জেনারেল ওয়াকার-উজ-জামান নেতৃত্ব দেবেন। আর নয়াদিল্লির পক্ষে দেশটির সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান প্রিন্সিপাল স্টাফ অফিসার নেতৃত্ব দেবেন।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, সংলাপে প্রতিরক্ষা খাতে ভারতের দেওয়া লাইন অব ক্রেডিটের (এলওসি) আংশিক ব্যবহার, দ্বিপক্ষীয় সহযোগিতা, নিরাপত্তা ইস্যু বিশেষ করে জঙ্গিবাদ দমন, প্রশিক্ষণ, যৌথ মহড়া, সফর বিনিময়সহ সামগ্রিক বিষয়ে আলোচনা হবে।
সবশেষ, ২০২০ সালের ২ নভেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে তৃতীয় প্রতিরক্ষা সংলাপ হয়েছিল।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…