logo

সময়: ০৩:৩২, শুক্রবার, ১৭ মে, ২০২৪

৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ০৩:৩২ অপরাহ্ন

সর্বশেষ খবর

র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০১ বোতল ফেন্সিডিলসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Ekattor Shadhinota
০২ মে, ২০২৪ | সময়ঃ ১০:৪৩
photo
র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০১ বোতল ফেন্সিডিলসহ এক শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারীর ক্যাম্পের একটি আভিযানিক দল কর্তৃকসুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন ৯নং গোতামারি ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ আমজল গ্রামের আসামী মোঃ সুরুজ (৪৫) পিতা- মৃত রেজাউল হক এর বসতবাড়ীর গোসলখানার কাম বাথরুমের বাইরের পাঁকা হাউজের ভেতর ০২ মে ২০২৪ খ্রিঃ সকাল ০৬.৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে ২০১ (দুইশত এক) বোতল বা ২০.১ লিটার ফেন্সিডিল উদ্ধার এবং ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ সুরুজ (৪৫), পিতা- মৃত রেজাউল হক, সাং-আমজল, থানা-হাতীবান্ধা, জেলা-লালমনিরহাট'কে গ্রেফতার করতে সক্ষম হয়।
    
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আসামীজানায় যে, সেদীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত এবং বহুদিন ধরে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের বড় বড় চালান পার্শ্ববর্তী দেশ হতে পাচার করে লালমণিরহাট জেলাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। ধৃত আসামীরবিরুদ্ধে লালমণিরহাটজেলার হাতিবান্ধা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা রুজু পূর্বক আসামী'কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…