logo

সময়: ০৮:৩৮, রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ০৮:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

জাতীয় বিশ্ববিদ্যালয় আইসিটি বিষয়ক মাষ্টার ট্রেইনার প্রশিক্ষণ শুরু

Ekattor Shadhinota
২২ নভেম্বর, ২০২৫ | সময়ঃ ০৯:৪৭
photo
জাতীয় বিশ্ববিদ্যালয় আইসিটি বিষয়ক মাষ্টার ট্রেইনার প্রশিক্ষণ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়, ২২ নভেম্বর ২০২৫: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে স্নাতক (সম্মান) কোর্সে সকল বিষয়ের শিক্ষার্থীদের আইসিটি বাধ্যতামূলক করা হয়েছে। আইসিটি বিষয়ে পাঠদানের জন্য কলেজ শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফ বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে সারাদেশে ২৮টি ব্যাচে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে শনিবার রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহের উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে এ প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন।  অনলাইন প্লাটফর্মে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মোছাঃ সালমা পারভীন ।

 

রাজশাহীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, বরিশালে ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম এবং ময়মনসিংহে স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোঃ আবুদ্দারদা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ৩টি প্রশিক্ষণে প্রতিটি ব্যাচে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত অনার্স কলেজের ৬০ জন করে শিক্ষক অংশগ্রহণ করছেন।  এছাড়াও উদ্বোধনী সেশনে এটুআই প্রোগ্রাম এবং ইউনিসেফ বাংলাদেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, শিক্ষার্থীদের দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে সিলেবাস সংস্কার করে স্নাতক সম্মানে আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। একইসাথে কারিগরি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করতে এটুআই, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও ইউনিসেফসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক সই করা হয়েছে। দেশ-বিদেশের খ্যাতনামা বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের সাথে আলোচনা চলছে। তিনি বলেন, বিভিন্ন কারিগরি ও প্রফেশনাল বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদানে উৎসাহিত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…