রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৩নং রামপূরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ যৌথ কর্মী সভা।
শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ৮টায় কেন্ন্য কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রাঙ্গণে আয়োজিত সভায় স্থানীয় নেতা–কর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি, দিনাজপুর–৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক। প্রধান অতিথি তাঁর বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সংগঠনের সুসংগঠিত কাঠামো গড়ে তোলা এবং সামনের দিনগুলোতে সম্ভাব্য আন্দোলন–সংগ্রাম নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। তিনি বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রতিটি দফার তাৎপর্য তুলে ধরে উপস্থিত কর্মীদের মাঝে লিফলেট বিতরণ করেন।
এ জেড এম রেজওয়ানুল হক বলেন—
সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এজেডএম রেজওয়ানুল হক বলেছেন, রাতের আধারে দিনের ভোট আর নয়। আমরা বিশ্বাস করি বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। দলীয় ঐক্যই আমাদের এগিয়ে যাওয়ার প্রধান ভিত্তি।”সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি কাংখিত লক্ষে পৌঁছাবে ইনশাআল্লাহ। তিনি সবাইকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান।
৩নং রামপুর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও রামপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আতাউর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি সালেহ আহমেদ মঞ্জু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান, কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মনজুরুল আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপন, রামপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. হারুন, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি আনিছুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিনুর জামান হাসু। সভায় অন্যান্য বক্তারাও স্থানীয় সংগঠনকে আরও গতিশীল ও শৃঙ্খলায় আনতে প্রয়োজনীয় করণীয় নিয়ে বক্তব্য দেন। তারা মনে করেন, সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ গঠনে কর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও সাংগঠনিক অঙ্গীকার অত্যন্ত জরুরি।
কর্মী সভায় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন হাবড়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। সভা শেষে আগত নেতা–কর্মীদের মধ্যে লিফলেট ও তথ্যপত্র বিতরণ করা হয়।