logo

সময়: ১২:২৫, শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ১২:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

মুন্সীগঞ্জ পদ্মা সেতু উত্তর হতে ০৪ বোতল বিয়ার, ০৪ বোতল দেশী মদ ও ০৩ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র‌্যাব-১০।

Ekattor Shadhinota
০৬ নভেম্বর, ২০২৫ | সময়ঃ ১১:৫০
photo
মুন্সীগঞ্জ পদ্মা সেতু উত্তর হতে ০৪ বোতল বিয়ার, ০৪ বোতল দেশী মদ ও ০৩ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র‌্যাব-১০।



মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গতকাল ০৫/১১/২০২৫ তারিখ রাত অনুমান ২১.০৫ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলার পদ্মা সেতু উত্তর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

 অভিযানে ০৪ বোতল বিয়ার, ০৪ বোতল দেশী মদ এবং ০৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ৫১,০০০/- (একান্ন হাজার) টাকা। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মোঃ মৃদুল (২৩), পিতা- রেজাউল হোসেন কবিরাজ, সাং- খরিয়া, থানা- পদ্মা সেতু উত্তর, জেলা- মুন্সীগঞ্জ উক্ত মাদকদ্রব্য ফেলে রেখে পালিয়ে যায়। পলাতক আসামি মোঃ মৃদুল (২৩)’কে আসামি করে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য মুন্সীগঞ্জ জেলার পদ্মা সেতু উত্তর থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 মাদক সমাজের ভয়াবহ একটি ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, পারিবারিক বন্ধনকে নষ্ট করছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। র‌্যাব-১০ দৃঢ়ভাবে বিশ্বাস করে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন ছাড়া একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠন সম্ভব নয়। ভবিষ্যতেও র‌্যাবের এ ধরনের অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…