নোয়াখালী জেলার সোনাইমুড়ি পূর্ব দক্ষিণপাড়া বাইতুল আমান এলাকায় গ্রাম্য আধিপত্য ও পূর্ব বিরোধের জেরে এক সালিশ-বৈঠকে নৃশংস হামলায় আবুল কাশেম (৫০) নিহত হন। এই হত্যা মামলার আসামি মো: রাসেল মাহামুদ সজীব (২৫) ও কহিনুর বেগম (৪৫)’কে গ্রেফতার করেছে র্যাব-১০ এর আভিযানিক দল।
গত ২১/১০/২০২৫ তারিখ বিকালে নোয়াখালী জেলার সোনাইমুড়ি এলাকায় পূর্ব দক্ষিণপাড়া বাইতুল আমান মসজিদ মাঠে স্থানীয়দের খেলাধুলা নিয়ে আসামিদের সাথে বাগ-বিতন্ডা হয়। পরবর্তীতে স্থানীয় মসজিদ কমিটির সেক্রেটারীর মাধ্যমে বিষয়টি আপোষ মিমাংসা করার কথা হয়। এরই প্রেক্ষিতে গত ২৪/১০/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৪.০০ ঘটিকায় আসামিরা পূর্ব পরিকল্পিত ভাবে ভিকটিম আবুল কাশেম, মো: রাহাত (১৭), সাইফুল ইসলামা (৩৫), রুজিনা আক্তার (৩৫) ও রাবেয়া বেগম এর উপর দেশীয় অস্ত্র-শস্ত্রসহ বেআইনি জনতাবদ্ধে অতর্কিতভাবে হামলা চালায়। এই বর্বর হামলায় আবুল কাশেম’কে ইট দিয়ে মারাত্মক ভাবে আঘাত করায় রক্তক্ষরণ হয়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সহায়তায় মো: আবুল কাশেম’কে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহত আবুল কাশেমের ছেলে বাদী হয়ে সোনাইমুড়ি থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং- ১৮, তারিখ- ২৫/১০/২০২৫ খ্রি., ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩০২/৩৭৯/৪২৭/৫০৬/৩৪ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই প্রেক্ষিতে র্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি জোরদার করে।
অদ্য ০৬/১১/২০২৫ তারিখ দুপুর অনুমান ১৪:৩০ ঘটিকায় র্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি, ঢাকার কামরাঙ্গীরচর টেকেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে উক্ত হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো: রাসেল মাহামুদ সজীব (২৫), পিতা- মোঃ জসিম উদ্দিন, সাং- পূর্ব সোনাইমুড়ী, থানা- সোনাইমুড়ী, জেলা- নোয়াখালী’কে গ্রেফতার করা হয়। অপর একটি অভিযানে অদ্য ০৬/১১/২০২৫ তারিখ বিকাল ১৫.০০ ঘটিকায় ডিএমপি, ঢাকার কামরাঙ্গীরচর জন্নাতবাগ এলাকা হতে একই মামলার এজাহারনামীয় আসামি কহিনুর বেগম (৪৫), স্বামী- মোঃ জসিম উদ্দিন, সাং- পূর্ব সোনাইমুড়ী, থানা- সোনাইমুড়ী, জেলা- নোয়াখালী’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।