logo

সময়: ০৪:৩৯, শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ০৪:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহীতে বিএনপির তিন দিনব্যাপী বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি শুরু

Masud Rana
০৭ নভেম্বর, ২০২৫ | সময়ঃ ০৯:২৬
photo
রাজশাহীতে বিএনপির তিন দিনব্যাপী বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি শুরু

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয়
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি তিন
দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে নগরীর দলীয় কার্যালয়ের সামনে
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচির সূচনা
হয়।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বেলুন ও
পায়রা উড়িয়ে তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, ৭ নভেম্বরের চেতনা হচ্ছে গণতন্ত্র, স্বাধীনতা
ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের চেতনা।
এদিন সকাল ৭টায় দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা
উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। বিকেল তিনটায়
একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
কর্মসূচির দ্বিতীয় দিন আগামীকাল শনিবার রক্তদান কর্মসূচি
এবং তৃতীয় দিন রবিবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে বলে
দলীয় সূত্রে জানা গেছে।
বিএনপি নেতারা জানিয়েছেন, এই কর্মসূচিগুলোর মাধ্যমে
তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগকে স্মরণ করার
পাশাপাশি তার আদর্শ ও কর্ম তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে
চান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির
সভাপতি মামুনুর রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর
বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় ত্রাণ ও পুনর্বাসন
বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী
সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল,
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন ও
সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম মিলু-সহ বিএনপি ও এর
অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…