logo

সময়: ০৪:৪০, শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ০৪:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহীতে শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

Masud Rana
০৭ নভেম্বর, ২০২৫ | সময়ঃ ০৯:২৫
photo
রাজশাহীতে শারীরিক শিক্ষার শিক্ষক পদ বাতিলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষার
জন্য সহকারী শিক্ষকের পদ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজশাহীতে
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১১টায় মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ
কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে রাজশাহীর বিভিন্ন শারীরিক শিক্ষা কলেজের
শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্বে করেন, শহীদ জিয়াউর রহমান শারীরিক
শিক্ষা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব।
সমাবেশে বক্তব্য প্রদানকালে অধ্যক্ষ বিপ্লব বলেন, শিক্ষার্থীদের শারীরিক
চর্চার পাশাপাশি সঙ্গীত শিক্ষার প্রয়োজনও সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই
প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক ও সংগীত সহকারি শিক্ষকের পদ পুনর্বহাল
করতে হবে।
তিনি আরও জানান, একটি প্রজ্ঞাপন জারি হওয়ার অপেক্ষায় তারা কিছুদিন
পর্যবেক্ষণ করবেন এবং এই সময়ের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান
উপদেষ্টার নিকট একটি স্মারকলিপি পেশ করা হবে। অধ্যক্ষ বিপ্লব হুঁশিয়ারি
দিয়ে বলেন, যদি দ্রæত এই পদগুলো পুনর্বহাল করা না হয়, তাহলে সারাদেশে
বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে এবং প্রয়োজনে প্রাথমিক ও গণশিক্ষা
মন্ত্রণালয় ঘেরাও করার মতো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
মানববন্ধন কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারী শিক্ষক-
শিক্ষার্থীরা সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড ও
ব্যানার প্রদর্শন করেন।
মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, একজন শিক্ষার্থীর সামগ্রিক
বিকাশে শারীরিক শিক্ষার গুরুত্ব অপরিহার্য। তারা মনে করেন, শারীরিক শিক্ষা ও
সংগীতের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর শিক্ষক পদ বাতিল করা হলে শিক্ষার মান
মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের
দাবি পুনর্বিবেচনা করে অতিসত্বর এই পদগুলো পুনর্বহাল করবে বলে আশা
প্রকাশ করেন তারা ।
উল্লেখ্য, গত ২ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংশোধিত
প্রজ্ঞাপনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে
সহকারী শিক্ষকের পদ বাদ দেওয়া হয়, যার প্রতিবাদে দেশব্যাপী বিভিন্ন
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলন করছেন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…