Masud Rana
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী নগরীর রেলগেট এলাকায় কলেজ যাওয়ার পথে এক শিক্ষার্থীর গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে১১টার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ওই শিক্ষার্থীর নাম জান্নাতুল ফেরদৌস প্রীতি।
জান্নাতুল ফেরদৌস প্রীতি রাজশাহী নগরীর শিরোইল কলোনি এলাকার সদস্য সচিব মনিরুল ইসলাম জনির মেয়ে। তিনি এদিন সকালে রিকশাযোগে কলেজের উদ্দেশ্যে বাসা থেকে রওনা হয়েছিলেন।
জানা যায়, প্রীতিকে বহনকারী রিকশাটি রেলগেট এলাকায় পৌঁছালে পেছন থেকে এক ছিনতাইকারী অতর্কিত হামলা চালায়। লুঙ্গি পরা ওই ব্যক্তি শিক্ষার্থীর গলায় টান দিয়ে স্বর্ণের চেইনটি ছিনিয়ে নেয় এবং দ্রুত পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা যায়, ঘটনার আকস্মিকতায় শিক্ষার্থী প্রীতি হতবিহ্বল হয়ে পড়েন এবং চিৎকার শুরু করেন। তবে আশেপাশে লোকজন জড়ো হওয়ার আগেই ছিনতাইকারীকে ধরা সম্ভব হয়নি। এ বিষয়ে থানায় কোনো মামলা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।