logo

সময়: ০৪:৫৫, সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

১১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ০৪:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

রাজশাহী বোর্ডে ফল পুনঃনিরীক্ষণে ৪৩ হাজার শিক্ষার্থীর আবেদন, ৮২ হাজার খাতা পুনর্মূল্যায়ন

Masud Rana
২৬ অক্টোবর, ২০২৫ | সময়ঃ ১০:২৬
photo
রাজশাহী বোর্ডে ফল পুনঃনিরীক্ষণে ৪৩ হাজার শিক্ষার্থীর আবেদন, ৮২ হাজার খাতা পুনর্মূল্যায়ন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: 

চলতি বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট হয়ে রাজশাহী শিক্ষা বোর্ডে রেকর্ড সংখ্যক শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন। বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৪৩ হাজার শিক্ষার্থী তাদের ৮২ হাজারেরও বেশি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন।

রবিবার (২৬ অক্টোবর) সকালে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম মোফাখখারুল ইসলাম এই বিশাল সংখ্যক আবেদনের তথ্য নিশ্চিত করেন।

বোর্ডের চেয়ারম্যান বলেন, “গত ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন করার সুযোগ ছিল। এই সময়ের মধ্যে প্রায় ৪৩ হাজার শিক্ষার্থী ৮২ হাজারেরও বেশি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন। ছুটির কারণে সবকিছু দেখা হয়নি। আমরা আজ এটা দেখছি। ”

ফল প্রকাশের পর এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর আবেদন বোর্ড এবং সংশ্লিষ্ট মহলে আলোচনার জন্ম দিয়েছে।

ফলাফলের সার্বিক চিত্র

চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার পাসের হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ, যা আগের বছরগুলোর তুলনায় বেশ খারাপ। বোর্ড সংশ্লিষ্টরা মনে করছেন, ফলাফলের এই সামগ্রিক খারাপ চিত্রের কারণেই পুনঃনিরীক্ষণের আবেদন এত বেড়েছে।

এ বছর বোর্ডের আওতাধীন ৩৫টি কলেজ থেকে একজন পরীক্ষার্থীও পাস করতে পারেননি, যা ফলাফলের নিম্নগামী প্রবণতার একটি উদ্বেগজনক দিক। পুনঃনিরীক্ষণের মাধ্যমে কাঙ্ক্ষিত ফল পরিবর্তন হবে—এই আশায় আবেদন করেছেন বিপুল সংখ্যক শিক্ষার্থী।

 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…