গত ০৮/০৯/২০২৫ তারিখ রাত আনুমানিক ২৩:৩০ ঘটিকায় ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন শংকর পাশা এলাকায় ভিকটিম শেফালী বেগম (৪৪) আসামি হুমায়ন সিকদার (৩৫) কর্তৃক ধর্ষিত হয়। গত ০৮/০৯/২০২৫ তারিখ আসামি হুমায়ন সিকদার ভিকটিম শেফালী বেগম’কে ফোন করে তার দেবর বেলায়েত অসুস্থতার কথা বলে সামেলার বাড়ি যেতে বলে।
পরবর্তীতে ভিকটিম তার দেবরকে দেখার জন্য রাত ২৩.০০ ঘটিকায় সামেলার বাড়িতে যায়। একই তারিখ রাত ২৩.৩০ ঘটিকায় নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাহির হলে আসামি হুমায়ন সিকদার ভিকটিমকে পিছন থেকে জাপটে ধরে এবং মুখ চেপে ধরে নগর কান্দা থানাধীন শংকর পাশা এলাকায় জনৈক জয়নালের ধান ক্ষেতে নিয়ে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। উক্ত ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি হুমায়ন সিকদার (৩৫)’কে গ্রেফতার করেছে র্যাব।
ভিকটিম নিজেই ফরিদপুর জেলার নগরকান্দা থানায় অভিযোগ দায়ের করলে থানার মামলা নং- ১১, তারিখ- ১৭/০৯/২০২৫ খ্রি., ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষণে জড়িত আসামিকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
গতকাল ২৫/১০/২০২৫ তারিখ রাত আনুমান ২০.৪০ ঘটিকায় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-১১ এর সহযোগীতায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগং রোড এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি হুমায়ন সিকদার (৩৫), পিতা- মৃত ইমন সিকদার, সাং- শংকরপাশা, থালা- নগরকান্দা, জেলা- ফরিদপুর'কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।