logo

সময়: ০১:১৮, মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ০১:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

লাইনচ্যুত রেল ইঞ্জিন উদ্ধারে গেল রিলিফ ট্রেন লাইনচ্যুত

Ekattor Shadhinota
১২ অক্টোবর, ২০২৫ | সময়ঃ ১০:১১
photo
লাইনচ্যুত রেল ইঞ্জিন উদ্ধারে গেল রিলিফ ট্রেন লাইনচ্যুত

রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুর রেল স্টেশন অদূরে লোকোসেড এলাকায় দুই ইঞ্জিনের মুখোমুখি সংঘর্ষ। শনিবার সকাল ১১টায় পার্বতীপুরের লোকোসেড থেকে ইঞ্জিন (৬৬৩৬) চার্জ শেষে পার্বতীপুর রেল স্টেশনের দ্রুতযাত ট্রেনে সংযুক্ত হতে যাচ্ছিল।

ঢাকা-পঞ্চগড়গামী দ্রুতযান আন্তঃনগর ট্রেনের রেল ইঞ্জিন (৬৬৩৩) চার্জ নেওয়ার লোকোসেডে প্রবেশকালে একই রেললাইনে ঢুকে পড়লে মুখোমুখি সংঘর্ষের লাইনচ্যুতের ঘটনা ঘটে। শনিবার (১১ অক্টোবর) বেলা ১২টায় পার্বতীপুর লোকোসেট থেকে একটি ১১০ টন ওজনের উদ্ধারকারী রিলিফ ট্রেনটি উদ্ধার কাজে গেলে লোকোসেডের সামনে ক্রেনের বডি ঘুড়োনো সময় ভারসাম্য হারিয়ে ফেললে রেললাইন ধারে বডি মাটিতে পড়ে যায়।

শনিবার রাত ঈশ্বরদী থেকে আসা রিলিফ ট্রেনটি উদ্ধার করেছে। উদ্ধার কাজে রেলওয়ে পাকশী বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (ডিএমই) মাইনুল সরকার নেতৃত্ব পার্বতীপুর লোকোসেডের ১১০ টন ওজনের ক্রেনের উদ্ধর্তন উপ-সহকারি প্রকৌশলী হাসানুর রহমান ও পাকশী ১২০ টন ওজনের ক্রেনের উদ্ধর্তন উপ-সহকারি প্রকৌশলী বেলাল উদ্দীনসহ শতাধিক উদ্ধারকর্মী কাজ করেন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…