logo

সময়: ০১:২১, মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ০১:২১ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

নোবিপ্রবিতে প্রজেক্ট প্রপোজাল রাইটিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Abdul Based
১৩ অক্টোবর, ২০২৫ | সময়ঃ ১১:০৩
photo
নোবিপ্রবিতে প্রজেক্ট প্রপোজাল রাইটিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি:নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষকদের অংশগ্রহণে প্রজেক্ট প্রপোজাল রাইটিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৩ অক্টোবর ২০২৫) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে এর সেমিনার কক্ষে ‘ট্রেনিং অন ইমপ্রুভিং কম্পিউটার এন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন প্রজেক্ট (ICSETEP)’ শীর্ষক প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

 

প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, প্রজেক্ট প্রপোজাল তৈরির ক্ষেত্রে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণে বিশেষজ্ঞদের অভিজ্ঞতালব্ধ মতামত আপনাদের কাজকে আরও সহজ করবে বলে আমি মনে করি। আমাদের প্রত্যাশা মানসম্পন্ন প্রজেক্ট প্রপোজাল তৈরীর মাধ্যমে আপনারা আরো বেশী ফান্ড নিয়ে আসবেন। এক্ষেত্রে যেসব পয়েন্টে আপনারা সমস্যা অনুভব করবেন এ ট্রেনিংয়ের মাধ্যমে সেসব পয়েন্ট সমাধানের চেষ্টা করবেন।

 

এ সময় উপাচার্য আরও বলেন, ইতিমধ্যে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে আমরা একটি অবস্থান তৈরী করতে পেরেছি। তাই যত বেশি নতুন প্রজেক্ট নিয়ে আসতে পারবো তত বেশি দক্ষ গবেষক তৈরী হবে। প্রজেক্ট প্রাপ্তির ফলে উন্নত ল্যাব সুবিধাসহ গবেষণার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হবে এবং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় তথা দেশ উপকৃত হবে।

 

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ)। রিসোর্স পারসন হিসেবে ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং উক্ত প্রজেক্টের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হায়ার এডুকেশন স্পেশালিস্ট ড. এম শাহরিয়ার রহমান। প্রশিক্ষণে কোর্স ডাইরেক্টর ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ। প্রোগ্রাম মডারেটর ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (ইটিএল) জি এম রাকিবুল ইসলাম।

 

উল্লেখ্য, প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এতে ICSETEP Project-এ প্রস্তাবনা প্রণয়ন, কাঠামো, বাজেট প্রস্তুতকরণ ও জমাদান প্রক্রিয়া সম্পর্কিত দিক-নির্দেশনা প্রদান করা হয়।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…