logo

সময়: ০৩:১০, মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ০৩:১০ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

৪২ তম জাতীয় জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপস ২০২৫, অনুর্ধ্ব-২০, ওপেন ও বালিকা

Refayet Hossain
১৩ অক্টোবর, ২০২৫ | সময়ঃ ১১:১১
photo
৪২ তম জাতীয় জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপস ২০২৫, অনুর্ধ্ব-২০, ওপেন ও বালিকা

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৪২ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপস ২০২৫, অনুর্ধ্ব-২০, ওপেন ও বালিকা এর ওপেন বিভাগের অষ্টম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ সেনাবাহিনীর ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ সাড়ে সাত পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। সাড়ে ছয় পয়েন্ট নিয়ে ও মুহতাদি তাজওয়ার নাশিদ দ্বিতীয় স্থানে রয়েছেন। ছয় পয়েন্ট করে নিয়ে ৪ জন খেলোয়াড় মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন। এরা হলেনঃ বাংলাদেশ আনসারের স্বর্নাভো চৌধুরী, চট্টগ্রামের তুষিন তালুকদার, রায়ান রশিদ মুগ্ধ ও সাফায়েত কিবরিয়া আজান। সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে ৭ জন খেলোয়াড় মিলিতভাবে চুতর্থ স্থানে রয়েছেন। এরা হলেনঃ কক্সবাজার জেলার মোহাম্মদ শাকের উল্লাহ, ক্যান্ডিডেট মাস্টার মোঃ সাজিদুল হক, ঐতিজ্য বড়ুয়া, বরিশালের রাদমিম রাহা রাজ্য, আজান মাহমুদ, আবরার রিয়াজুল আহনাফ মোহাম্মদ ও প্রাচুর্য বড়ুয়া।

বালিকা বিভাগে অষ্টম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু ও কুমিল্লার মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। ছয় পয়েন্ট করে নিয়ে মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী ও জিন্নাত আক্তার শাহনাজ যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা তৃতীয় স্থানে এবং পাঁচ পয়েন্ট করে নিয়ে চট্টগ্রামের মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা, বরিশালের জান্নাতুল প্রীতি ও কুড়িগ্রামের রাফিয়া সরকার মিলিতভাবে চতুর্থ স্থানে রয়েছেন।

আজ (রোববার) সকালে বাংলাদেশ দাবা ফেডারেশনের হল-রুমে সপ্তম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। সপ্তম রাউন্ডের খেলায় ওপেন গ্রুপেঃ ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ স্বর্নাভো চৌধুরীর সাথে, মোহাম্মদ শাকের উল্লাহ তুষিন তালুকদারের সাথে ও রাদমিম রাহা রাজ্য আফনান জারিফ হকের সাথে ড্র করেন। ক্যান্ডিডেট মাস্টার মোঃ সাজিদ হক সিয়াম চৌধুরীকে, মুহতাদি তাজওয়ার নাশিদ ঐতিহ্য বড়ুয়াকে, রায়ান রশিদ মুগ্ধ ক্যান্ডিডেট মাস্টার মোঃ আজমাইন পারভেজ সায়েরকে আজরাফ আনান আবিদুর রহিম মানামকে ও সাফায়েত কিবরিয়া আজান মুস্তাকিম নাফিকে পরাজিত করেন।

 বালিকা বিভাগের সপ্তম রাউন্ডের খেলায় মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবুকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবাকে, রাফিয়া সরকার তানজিলা আক্তারকে ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারিসা হায়দার সুরাইয়া আক্তারকে ও জান্নাতুল প্রীতি খন্দকার আমিসা আমিনকে পরাজিত করেন। মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা জিন্নাত আক্তার শাহনাজের সাথে ড্র করেন।

আগামীকাল (সোমবার) বিকাল ৩-৩০ (সাড়ে তিন) টা হতে উভয় ক্যাটাগরির অষ্টম রাউন্ডের খেলা  একই স্থানে শুরু হবে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…