logo

সময়: ০১:৩০, মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ০১:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

জলঢাকায় সেনা সদস্যকে বেঁধে মারধর করলোকিশোর গ‍্যাং  চরম উত্তেজনা। আটক চার

Ekattor Shadhinota
০৭ অক্টোবর, ২০২৫ | সময়ঃ ১০:৪৭
photo
জলঢাকায় সেনা সদস্যকে বেঁধে মারধর করলোকিশোর গ‍্যাং  চরম উত্তেজনা। আটক চার

জলঢাকা, নীলফামারী প্রতিনিধি 

 

নীলফামারী জলঢাকায় ডেকে নিয়ে সেনাবাহিনীর সদস্য কে বেধে মারধর করলো কিশোর গ্যাং।  

এ ঘটনায় এলাকাবাসী  কিশোর গ‍্যাংযের চার সদস্যকে অবোরুদ্ধ করে রাখে। পরে সেনাবাহিনীর একটি টিম এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

 মঙ্গলবার বিকেলে সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের পূর্ব পাড়ার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে মাহমুদ হাসান (৪০) সেনাবাহিনীর সদস্যকে কিশোর গ‍্যাং এর লিডার গোলমুন্ডা বাজার এলাকার আফজাল হোসেনের ছেলে হেলালের নেতৃত্বে ২৫ /২৬ জন তাকে পুরাতন ইউনিয়ন পরিষদের কার্যালয়ের তাদের অফিসে জাল দিয়ে পেচিয়ে দুই ঘন্টা ধরে মারধর করে। খবর পেয়ে এলাকাবাসী কিশোর গ‍্যংয়ের অফিস থেকে মাহমুদ হাসানকে উদ্ধার করে নিয়ে আসে।  

পরে এলাকাবাসী  কিশোর গ‍্যাংয়ের সদস্যদের ধাওয়া করলে তারা পালিয়ে যায় এবং চারজনকে আটক করে রাখে।  

এ ঘটনায়  পুলিশ ঘটনাস্থলে গেলে  পরিস্থিতি আরও খারাপ হয়। পরে নীলফামারী থেকে সেনাবাহিনীর একটি দল এসে তাদের উদ্ধার করে জলঢাকা থানায় হস্তান্তর করে। 

এ ঘটনায় আটককৃতরা হলেন হেলাল হোসেন, মেহেদী হাসান, সিহাব ও রাকিব। 

এবিষয়ে থানা অফিসার ইনর্চাজ আরজু মোঃ সজ্জাদ হোসেন জানান "এ ব‍্যাপারে এখোনো মামলা হয়নি। তবে  এঘটনায় চার জনকে আটক করেছি তাদের  জিগ্গাসাবাদ শেষে আসল ঘটনা জানা যাবে"।

মাহমুদের ছোট ভাই সাজ্জাদ হোসেন সাংবাদিকদরে জানান " ঢাকায় কর্মরত থাকা অবস্থায় তিন দিনের ছুটিতে গত সোমবার বাড়িতে আসে , দুই সন্তানের জনক  সেনাবাহিনীর সদস্য মাহবুব হাসান।

তিনি আরও বলেন তাকে ফেক আইডির মাধ্যমে কৌশলে ডেকে নিয়ে গিয়ে টাকা দাবি করে কিশোর গ্যাং। তিনি টাকা দিতে না চাইলে তাকে এভাবে মেরে আহত করে। এলাকার লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ও পরে উন্নত চিকিৎসার জন্য  রংপুর সিএমইএস নিয়ে যাওয়া হয়। ওরা সরকারি জায়গা দখল করে অফিস বানিয়ে বিভিন্ন অপকর্ম করে। আর নাম দিয়েছে কিশোর গ‍্যাং। এদের জ্বালায় এলাকাবাসী অতিষ্ঠ তাই আজকে এরকম পরিস্থিতি "। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় জিজ্ঞাসাবাদ  ও মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…