কাজী ওসমান মোরশেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলার ২ নং দঃ হামছাদী ইউনিয়নের পশ্চিম গুপিনাথপুর এলাকার কোরালিয়া খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
শুক্রবার সকালে খালে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। নিহত ব্যক্তি জামায়াতে ইসলামীর সদর উপজেলা আমীর মাওলানা হুমায়ুন কবির সাহেবের বোন জামাই বলে জানা গেছে।
এলাকাবাসীর দাবি, হত্যাকাণ্ডের পর লাশ খালে ফেলে দেওয়া হয়েছে। তবে হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
একজন স্থানীয় বাসিন্দা জানান, “সকালে খালের পানিতে লাশ ভাসতে দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। পরে খবর দিয়ে পুলিশ আসলে লাশ উদ্ধার করা হয়।”
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “লাশ উদ্ধারের পর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। আমরা ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছি।”