জাতীয় বিশ্ববিদ্যালয়, ২৮ সেপ্টেম্বর, ২০২৫– শ্রী শ্রী দূর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজা উদযাপন উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, প্রশাসন ও সংস্থাপন শাখা কর্তৃক ২৪ সেপ্টেম্বর ২০২৫- এ প্রকাশিত বিজ্ঞপ্তিতে ২৮ সেপ্টেম্বর ২০২৫ হতে ০৯ অক্টোবর ২০২৫ তারিখ পর্যন্ত অবকাশকালীন ছুটি প্রদান করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ডিগ্রী (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময়সূচী অনুযায়ী ০৮ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য অর্থনীতি (১৩২২০১/১৩২২০৩)/ উদ্ভিদ বিজ্ঞান (১৩৩০০১)/এপ্লাইড হোম ইকোনোমিক্স (১৩৬০০৯) বিষয়ের পরীক্ষা ২৬ অক্টোবর ২০২৫ তারিখে এবং ০৯ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য সমাজবিজ্ঞান (১৩২০০১)/ সমাজকর্ম (১৩২১০১) বিষয়ের পরীক্ষা ২৭ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট ২০২৫ তারিখে প্রকাশিত সময়সূচী অনুযায়ী পরীক্ষার অন্যান্য তারিখ, বিষয় ও বিষয়কোড অপরিবর্তিত থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোন তথ্যেও জন্য www.nu.ac.bd ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতিত অন্য কোন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো।