কাজী ওসমান মোরশেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজচিন্তক ডক্টর রেজাউল করিম। তিনি ঘোষণা দিয়েছেন— “পি.আর. (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) ছাড়া দেশে আর কোনো নির্বাচন হবে না। ”
শনিবার (তারিখ উল্লেখযোগ্য হলে বসানো যাবে) স্থানীয় এক সভায় তিনি বলেন, বর্তমান নির্বাচন ব্যবস্থা জনগণের প্রকৃত মতামতকে প্রতিফলিত করে না। কয়েকটি বড় দলের দখলদারিত্বের কারণে সাধারণ ভোটারদের মূল্যবান ভোট অনেক সময় সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারে না। তাই আনুপাতিক প্রতিনিধিত্ব (পি.আর.) ব্যবস্থা ছাড়া জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে না।
জনগণের ভোটের আনুপাতিক হারে সংসদে আসন বণ্টন করতে হবে। দলীয় প্রভাব ও অর্থবিত্তের দৌরাত্ম্য রোধ করতে পি.আর. ব্যবস্থা চালু করা জরুরি। জনগণের ভোটাধিকার রক্ষার একমাত্র উপায় হল ন্যায্য অংশগ্রহণমূলক নির্বাচন।
রেজাউল করিমের এই ঘোষণা লক্ষ্মীপুরে রাজনৈতিক অঙ্গনকে সরব করেছে। কেউ কেউ বলছেন, এটি জনগণের চাওয়া এবং গণতন্ত্রকে আরও শক্তিশালী করার বাস্তব দাবি। তবে শাসকদল ঘনিষ্ঠরা মনে করছেন, এটি কেবল রাজনৈতিক চাপ সৃষ্টির কৌশল।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন—যদি দেশে পি.আর. ব্যবস্থা কার্যকর হয়, তবে বড় দলগুলোর পাশাপাশি ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীরাও আনুপাতিক হারে সংসদে জায়গা পাবে। এতে রাজনৈতিক বৈচিত্র্য ও জনগণের আসল মতামত সংসদে প্রতিফলিত হওয়ার সুযোগ তৈরি হবে।