logo

সময়: ০১:৫১, রবিবার, ০৫ মে, ২০২৪

২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ০১:৫১ অপরাহ্ন

সর্বশেষ খবর

গাইবান্ধা জেলায় বিএসটিআই মোবাইল কোর্ট অভিযানে অবৈধভাবে মিষ্টি উৎপাদন করায় ২ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা 

Ekattor Shadhinota
২৫ এপ্রিল, ২০২৪ | সময়ঃ ০৯:৩৮
photo
গাইবান্ধা জেলায় বিএসটিআই মোবাইল কোর্ট অভিযানে অবৈধভাবে মিষ্টি উৎপাদন করায় ২ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা 

অদ্য ২৫.০৪.২০২৪ খ্রিস্টাব্দে জেলা প্রশাসন, গাইবান্ধা এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর উদ্যোগে গাইবান্ধা শহরে ০১ টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।  
উক্ত ভ্রাম্যমান আদালতে-
    মেসার্স রমেশ সুইটস্,সার্কুলার রোড,সদর,গাইবান্ধা (২) মেসার্স গাইবান্ধা সুইটস্,২ নং রেলগেট,সদর,গাইবান্ধা 
উক্ত প্রতিষ্ঠানদ্বয়ের মিষ্টি পণ্যের অনুকূলে পণ্য বিএসটিআই লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ না থাকার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর ৩০ ধারা এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪(১) /৪১ ধারা অনুযায়ী  ১০,০০০/-(দশ হাজার) টাকা করে মোট ২০ হাজার জরিমানা করা হয়। এছাড়াও এস এ কাদির এন্ড সন্স ফিলিং স্টেশন, বাসস্ট্যান্ড,সদর,গাইবান্ধা এর ডিজেল ও পেট্রোল পরিমাপে সঠিকতা পাওয়া যায়।
উক্ত ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন জনাব মোঃ সাদরুল আলম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন,গাইবান্ধা। প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আলমাস মিয়া, পরিদর্শক (মেট্রোলজি)।


জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।
 

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…