logo

সময়: ০৭:২৭, শুক্রবার, ০৩ মে, ২০২৪

২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ০৭:২৭ অপরাহ্ন

সর্বশেষ খবর

সাইদুল ইসলামকে জবাই করে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক প্রধান আসামি মোঃ মামুন

Ekattor Shadhinota
২০ এপ্রিল, ২০২৪ | সময়ঃ ১২:৫১
photo
২৯)’কে গ্রেফতার করেছে র‌্যাব-২।

  চাঞ্চল্যকর বগুড়া সদর উপজেলার ব্যাটারিচালিত অটোরিকশাচালক সাইদুল ইসলামকে জবাই করে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত প্রধান আসামি মোঃ মামুন (২৯), পিতা- মোঃ আলম, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া ’কে গতকাল ১৯/০৪/২০২৪ ইং তারিখ আনুমানিক ১৬০০ ঘটিকায় ডিএমপি দারুস সালাম থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২।
 
 ​ওয়ারেন্ট সূত্রে জানা যায়, বিগত ২০১৮ সালের ৯ এপ্রিল ভিকটিম সাইদুল ইসলাম সন্ধ্যার দিকে শহরের দত্তবাড়ি থেকে যাত্রী নিয়ে জয়পুরপাড়ায় যায়। ভিকটিম রাত আনুমানিক ২১.৩০ ঘটিকায় ফোন করে পরিবারের সদস্যদের বলে যাত্রী নিয়ে জয়পুরপাড়ায় আছে। এরপর থেকে ভিকটিমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। রাতে ভিকটিম বাড়ি না ফিরলে পরদিন সকালে শহরের ধরমপুর গড়েরহাট এলাকায় ঈদগাহ্ মাঠের পাশে একটি বাগানে তার গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়ারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ভিকটিম সাইদুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে নিহতের ছোট ভাই বাদী হয়ে বগুড়া সদর থানায় অজ্ঞাতনামা ০৩ (তিন) জনকে আসামি করে একটি হত্যা মামলা (মামলা নং-৪৫, তারিখঃ ১০/০৪/২০১৮, জিআর ৪২৬/১৮ (সদর), ৩২৭/২০২১ ধারায়) দায়ের করেন। উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামি পাঁচ বছর জেল হাজতে কারাবাসের পর বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্তি লাভ করে নিয়মিত আদালতে হাজিরা না দিয়ে পলাতক হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট প্রদান করেন। বগুড়ার বিজ্ঞ ১ম অতিরিক্ত দায়রা জজ আদালত বিচারকার্য শেষে মোঃ মামুন এর বিরুদ্ধে মৃত্যুদন্ড ও ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড সাজা প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে বর্ণিত আসামিকে গ্রেফতার সংক্রান্তে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এর অধিযাচন পত্রের প্রেক্ষিতে র‌্যাব-২ আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-২ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে গতকাল ১৯ এপ্রিল ২০২৪ইং তারিখ আনুমানিক ১৬০০ ঘটিকায় রাজধানী ঢাকার ডিএমপি দারুস সালাম থানা এলাকা থেকে আসামি মোঃ মামুনকে গ্রেফতার করে। জানা যায়, আসামি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিজের নাম-পরিচয় গোপন করে আত্মগোপনে থাকতো। ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
 
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…