logo

সময়: ০১:৪৭, শুক্রবার, ০৩ মে, ২০২৪

২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ০১:৪৭ অপরাহ্ন

সর্বশেষ খবর

শেখ রাসেল ৪১ তম জাতীয় জুনিয়র (অনুর্ধ্ব-২০) দাবা চ্যাম্পিয়নশিপস ২০২৩ ওপেন ও বালিকা

Refayet Hossain
২৭ ডিসেম্বর, ২০২৩ | সময়ঃ ০৯:৩১
photo
শেখ রাসেল ৪১ তম জাতীয় জুনিয়র (অনুর্ধ্ব-২০) দাবা চ্যাম্পিয়নশিপস ২০২৩ ওপেন ও বালিকা

রেফায়েত হোসেন ঃ-  এনএইচটি হোল্ডিংস এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে শেখ রাসেল ৪১ তম জাতীয় জুনিয়র (অনুর্ধ্ব-২০) দাবা চ্যাম্পিয়নশিপস ২০২৩ ওপেন ও বালিকা এর চতুর্থ রাউন্ডের খেলা শেষে ওপেন বিভাগে ৫ জন খেলোয়াড় পূর্ণ ৪ পয়েন্ট করে নিয়ে পয়েন্ট তালিকায় মিলিতভাবে শীর্ষে রয়েছেন। এরা হলেনঃ ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদে মাস্টার মনন রেজা নীড়, ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদে মাস্টার নাইম হক ও স্বর্নাভো চৌধুরী। মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, তাশরিক সায়হান শান ও নাজমুল হায়াত সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। বালিকা বিভাগে মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। আড়াই পয়েন্ট করে নিয়ে মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। তিন পয়েন্ট করে নিয়ে ৮ জন খেলোয়াড় মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন। এরা হলেনঃ মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম, জান্নাতুল প্রীতি, আরিশা হোসেন তুবা, খন্দকার অনিকা মাওলা, আয়েশা আক্তার, প্রথমা জামান, জারিন তাসনিম ও সেলিনা বিনতে হামিদ। আজ (বুধবার) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে চতুর্থ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। চতুর্থ রাউন্ডের খেলায় ওপেন বিভাগে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ক্যান্ডিডেট মাস্টার মোঃ সাজিদুল হককে, ফিদে মাস্টার মনন রেজা নীড় মোহাম্মদ শফিকুল ইসলামকে, ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ আফনান জারিফ হককে, ফিদে মাস্টার নাইম হক সিয়াম চৌধুরীকে, স্বর্নাভো চৌধুরী সাদাত কিবরিয়া অয়নকে ও নাজমুল হায়াত সাফায়েত কিবরিয়া আজানকে পরাজিত করেন। মহিলা ফিদে মাস্টার নোশিনর আঞ্জুম তাশরিক শায়ান শানের সাথে ড্র করেন। বালিকা বিভাগের চতুর্থ রাউন্ডের খেলায় মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিমকে, জান্নাতুল প্রীতি সানোয়ারা আক্তারকে, আরিশা হোসেন তুবা নীলাভা চৌধুরীকে, খন্দকার অনিকা মাওলা মেহজাবিন আক্তার জুবাইদাকে, আয়েশা আক্তার জুবাইদা জাহান শান্তাকে, প্রথমা জামান রিমঝিম বরষা শাইলিকে, জারিন তাসনিম প্রতিভা জামানকে ও সালিহা বিনতে হাফিজ সিদরাতুল মুনতাহাকে পরাজিত করেন। মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবুর সাথে ড্র করেন। আগামীকাল (বৃহস্পতিবার) ৩-৩০ (সাড়ে তিন) টা হতে পঞ্চম রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…