logo

সময়: ০৩:৪৯, শুক্রবার, ০৩ মে, ২০২৪

১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ০৩:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন কর্তৃক যথাযোগ্যমর্যাদায় জাতির পিতার ৪৮তম শাহাদত বার্ষিকী ও ​জাতীয় শোক দিবস পালন।

Ekattor Shadhinota
১৬ আগস্ট, ২০২৩ | সময়ঃ ০৭:১৮
photo
অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন কর্তৃক যথাযোগ্যমর্যাদায় জাতির পিতার ৪৮তম শাহাদত বার্ষিকী ও ​জাতীয় শোক দিবস পালন।

বাংলাদেশ হাইকমিশন, অটোয়া ১৫ আগস্ট ২০২৩তারিখে যথাযোগ্য মর্যাদায় সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি ও মহানস্বাধীনতার রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুররহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসপালন করে।  সকালে বাংলাদেশ হাউজে হাইকমিশনেরকর্মকর্তা ও কর্মচারীবৃন্দের উপস্থিতিতে মান্যবরহাইকমিশনার ড. খলিলুর রহমান কর্তৃক জাতীয় পতাকাঅর্ধনমিত উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।

 

এরপর বেলা ৩.০০ ঘটিকায় বাংলাদেশ হাইকমিশনেরঅডিটরিয়ামে মান্যবর হাইকমিশনারের সভাপতিত্বে একটিশোকসভা অনুষ্ঠিত হয়।  এতে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং কানাডায় বসবাসরত বাংলাদেশকমিউনিটির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানের শুরুতেজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহিদেরপ্রতি সম্মান প্রদর্শন করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।  এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেনমান্যবর হাইকমিশনার ড. খলিলুর রহমান ও কানাডারবসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ।  পুষ্পস্তবকঅর্পণের পর ঢাকা থেকে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয়প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও মাননীয় পররাষ্ট্রপ্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শুনানো হয়।  বাণী পাঠের পরবঙ্গবন্ধুর মহিমান্বিত জীবন ও কর্মের উপর একটিআলোকচিত্র প্রদর্শন করা হয়।  

 

উক্ত আলোচনা অনুষ্ঠানে কানাডায় বসবাসরত বীরমুক্তিযোদ্ধাবৃন্দসহ বাংলাদেশ কমিউনিটির ব্যক্তিবর্গ বক্তব্যরাখেন। বক্তব্যে তাঁরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশরাষ্ট্র এবং বাঙালি জাতিস্বত্তা সৃষ্টিতে বঙ্গবন্ধুর কর্ম ও অবদানের উপর আলোকপাত করেন। সদ্য সৃষ্ট একটিস্বাধীন দেশকে পুর্ণগঠনে মাত্র সাড়ে তিন বছরেরশাসনকালে জাতির পিতা আমাদেরকে যে শক্ত ভিত্তি গড়েদিয়েছেন বলে বক্তারা উল্লেখ করেন। তাঁরা ২০৪১ সালেরমধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতেবঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারহাতকে শক্তিশালী করার অঙ্গীকার করেন। তাঁরা আরোবলেন, বঙ্গবন্ধু আমাদের অস্তিত্ব, তিনি আমাদের মানচিত্রদিয়েছেন এবং তাঁর অবদান আকাশচুম্বি। বক্তারা আরোবলেন, বঙ্গবন্ধুকে  খুনি চক্র হত্যা করতে পারলেও তাঁরআর্দশকে তারা হত্যা করতে পারেনি। 

 

সভাপতির বক্তব্যে মান্যবর হাইকমিশনার ড. খলিলুররহমান সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা ওবঙ্গমাতাসহ ১৫ আগস্টের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করেন। তিনি বলেন, পাকিস্তান সৃষ্টির শুরু থেকেপশ্চিম পাকিস্তানি গোষ্ঠী কর্তৃক বাঙালি জাতির উপর সকলনিপীড়ন, বৈষম্য ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিটি আন্দোলনেজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বদানকরেছেন। ৭ই মার্চের রেসকোর্সের লাখো জনতার সামনেবঙ্গবন্ধুর ভাষণ বাঙালির স্বাধীনতা সংগ্রামের অমরকবিতা। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু একটি ধর্মনিরপেক্ষঅসাম্প্রদায়িক ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন দেখেছিলেন। সেলক্ষ্যে স্বাধীনতার মাত্র ০১ বছরের মধ্যে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্র পরিচালনারমূলনীতি নির্ধারণ করে বাঙালি জাতিকে জাতির পিতাএকটি সংবিধান উপহার দেন। ১৯৭৫ এর ১৫ আগস্টেরকালো রাতে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশেরঅসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলারঅপপ্রয়াসের সূচনা করা হয়। পরবর্তীতে খুনি সামরিকশাসকগোষ্ঠী বাংলাদেশকে সন্ত্রাস ও মৌলবাদেরচারণভূমিতে পরিণত করতে চেয়েছিল। ১৯৭৫ এর ১৫ আগস্ট বিদেশে থাকার কারণে ঘাতকের বুলেট থেকে বেঁচেযাওয়া তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনা ক্ষমতা গ্রহণ করে বঙ্গবন্ধুর খুনিদের এবং ১৯৭১ এরমানবতাবিরোধী অপরাধী, রাজাকার, আলবদরদের বিচারনিশ্চিত করে দেশকে মুক্তিযুদ্ধের মূল চেতনায় ফিরিয়েআনেন। 

 

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে ২০৪১ সালেরমধ্যে সুখী, সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতেহাইকমিশনার সকলকে একযোগে কাজ করতে আহ্বানজানান। কানাডায় আশ্রিত বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী নুরচৌধুরীকে দেশে ফিরিয়ে নিয়ে তার ফাঁসি কার্যকরের মাধ্যমেন্যায় বিচার প্রতিষ্ঠা করতে কানাডাস্থ বাংলাদেশহাইকমিশন সকল প্রকার কূটনৈতিক প্রচেষ্টাকে অব্যাহতরাখবে বলে তিনি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এক্ষেত্রেকানাডার সাধারণ জনগণ, সরকার ও রাজনৈতিকদলগুলোর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের এই খুনীর ঘৃণ্যঅপরাধের বিষয়ে সংবেদনশীল করতে তিনি কানাডাস্থবাংলাদেশি কমিউনিটির সাহায্য কামনা করেন।  

 

সবশেষে, জাতির পিতাসহ ১৫ আগস্টের সকল শহীদেরআত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতঅনুষ্ঠিত হয়।   

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…