logo

সময়: ০৬:১৯, শুক্রবার, ০৩ মে, ২০২৪

২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ০৬:১৯ অপরাহ্ন

সর্বশেষ খবর

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

Ekattor Shadhinota
১৭ মার্চ, ২০২৩ | সময়ঃ ০৩:৩৬
photo
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

ঢাকা ( ১৭ মার্চ , ২০২৩ খ্রি.):

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।

আজ  মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সামনে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও   সভাকক্ষে আলোচনা সভা এবং কেক কেটে বঙ্গবন্ধুর  জন্মদিন উদযাপন করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব খাজা মিয়া।  

প্রধান অতিথির বক্তৃতায় সচিব খাজা মিয়া বলেন,  বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ আজও  স্বাধীন হতো না, বাঙালি জাতিও মুক্তি পেত না।  আর আমরাও বর্তমান পর্যায়ে কেউ আসতে পারতাম না। মহাত্মা গান্ধি, নেলসন মেন্ডেলা, লেলিন পর্যায়ের মহান নেতা ছিলেন বঙ্গবন্ধু ।  

আলোচনা সভায় উপস্থিত কর্মচারীবৃন্দ বঙ্গবন্ধুকে নিয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন।

এ সময়  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস, যুগ্মসচিব শাহানা শারমিন, রথীন্দ্রনাথ দত্ত, দেবাশিস নাগসহ   মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়,  জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…