logo

সময়: ১১:২১, সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ১১:২১ অপরাহ্ন

সর্বশেষ খবর

চাঁপাইনবাবগঞ্জ সদর কেন্দ্রীয় সমবায় সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Ekattor Shadhinota
১২ জানুয়ারী, ২০২৬ | সময়ঃ ০৭:২৭
photo
চাঁপাইনবাবগঞ্জ সদর কেন্দ্রীয় সমবায় সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ , চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জ সদর কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে  সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউসিসিএ লিমিটেডের সভাপতি মুঃ শামসুল আলম। তিনি সমবায় কার্যক্রমকে আরও গতিশীল করতে সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ইয়াছিন আলী, সমিতির পিআইও মোঃ শাহিনুর আলম, ইউডিএফ ইউজিডিপি এলজিডির মোঃ ইমরান আলী, সমিতির ইউপিও, বিআরডিবি (অবসরপ্রাপ্ত) পঙ্কজ কুমার দাস, সদর উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আতাউর রহমান, সদর উপজেলার পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ তাবারক হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও সমিতির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর পক্ষ থেকে শ্রেষ্ঠ সমিতির ক্যাটাগরিতে ৩ জন পুরুষ ও ৩ জন নারীকে পুরস্কৃত করা হয়। এছাড়া সমিতির পক্ষ থেকে সমবায় সদস্যদের মধ্য থেকে শ্রেষ্ঠ ক্যাটাগরিতে ৩ জন পুরুষ ও  ৩ জন নারীর হাতে  পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে বিআরডিবির ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…