চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত
Ekattor Shadhinota
১২ জানুয়ারী, ২০২৬ | সময়ঃ ০৮:০৭
চুয়েট এর ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্নাতক (শিক্ষাবর্ষ ২০২৫-২৬) ভর্তি পরীক্ষা উপলক্ষে এক সমন্বয় সভা অদ্য ১২ জানুয়ারি বিকাল ৩:০০টায় চট্টগ্রাম মহানগরীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চুয়েট এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।
এতে বিভিন্ন সংস্থা, কতৃপক্ষ, প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। চুয়েট এর পক্ষে আরো উপস্থিত ছিলেন ভর্তি কমিটির সভাপতি এবং তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, ভর্তি কমিটির সদস্য এবং যোগাযোগ ও নিরাপত্তা উপ-কমিটির সভাপতি এবং পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আসিফুল হক, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, নিরাপত্তা উপদেষ্টা অধ্যাপক ড. আশুতোষ সাহা, ছাত্রকল্যাণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব মো. মাসুম রানা প্রামাণিক, যোগাযোগ ও নিরাপত্তা উপ-কমিটির সদস্য এবং উপ-পরিচালক (জনসংযোগ) জনাব মোহাম্মদ ফজলুর রহমান, যোগাযোগ ও নিরাপত্তা উপ-কমিটির সদস্য সচিব , ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) জনাব মোহাম্মদ আনিসুজ্জামান খান প্রমুখ।