logo

সময়: ১০:৪২, শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ১০:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Abdul Ohab
০৯ জানুয়ারী, ২০২৬ | সময়ঃ ০৯:৪৬
photo
মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
শীতের তীব্রতা থেকে গরিব ও অসহায় মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছে মনোহরগঞ্জ প্রেসক্লাব। প্রেসক্লাবের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারী ) উপজেলার সদরে  শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু ইউসুফের, সহ সভাপতি আবুল কালাম আজাদ, আবুল খায়ের, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, দৈনিক আমাদের সময় প্রতিনিধি আবদুর রহিম, অহিদুর রহমান, আবদুল কাইয়ুম, কালের কন্ঠ প্রতিনিধি শাহাদাত হোসেন, ফিরোজ আলম, আলমগীর হোসেন, আলমগীর হায়দার, দৈনিক গণমুক্তির প্রতিনিধি আবদুল ওহাব মিলন, দৈনিক জনদর্পণ প্রতিনিধি আনোয়ার হোসেন, মোঃ সহিদ উল্লাহ,  জামানা টিভির প্রতিনিধি ইমরান হোসেন।

সভাপতির বক্তব্যে আবু ইউসুফ বলেন,
শীত শুধু একটি ঋতু নয়, দরিদ্র মানুষের জন্য এটি এক কঠিন পরীক্ষা। সমাজের বিত্তবান ও সচেতন মহলের উচিত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। মনোহরগঞ্জ প্রেসক্লাব সবসময় মানুষের দুঃখ-কষ্টে পাশে থাকতে চায়।

সাধারণ সম্পাদক জিএম আহসান উল্লাহ তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যেই সীমাবদ্ধ নয়, মানবিক দায়বদ্ধতাও এর একটি বড় অংশ। আজকের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সেই দায়বদ্ধতারই একটি প্রতিফলন। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রেসক্লাবের এ উদ্যোগকে সাধুবাদ জানান। স্থানীয় সচেতন মহল মনে করেন, এমন মানবিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এবং অন্যদেরও অনুপ্রাণিত করবে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…