logo

সময়: ১০:৪১, শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ১০:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

মধ্যপাড়ার পাথর রেলপথ ও পানি উন্নয়ন বোর্ডকে ব্যবহারের নির্দেশ দিলেন উপদেষ্টা

Ekattor Shadhinota
০৯ জানুয়ারী, ২০২৬ | সময়ঃ ০৯:৪১
photo
মধ্যপাড়ার পাথর রেলপথ ও পানি উন্নয়ন বোর্ডকে ব্যবহারের নির্দেশ দিলেন উপদেষ্টা

রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধিঃ

দিনাজপুর পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র উৎপাদনশীল ভূ-গর্ভস্থ পাথর খনি 'মধ্যপাড়া' পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। পরিদর্শনকালে তিনি খনির উৎপাদিত পাথর দেশের মেগা প্রকল্পগুলোতে ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

photo

 

উপদেষ্টা খনির ভূ-গর্ভস্থ ও উপরিভাগ পর্যবেক্ষণ শেষে বাংলাদেশ রেলওয়েতে মধ্যপাড়ার ৪০/৬০ মিলি পাথরের ব্যবহার বাড়ানোর নির্দেশ দেন।

 

এসময় উপস্থিত রেলওয়ের মহাপরিচালককে (ডিজি) দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন তিনি। পাশাপাশি নদী শাসন কাজে খনির বোল্ডার পাথর ব্যবহারের বিষয়ে পানি সম্পদ উপদেষ্টার সাথে মুঠোফোনে আলোচনা করেন এবং এর প্রয়োজনীয়তা তুলে ধরেন।

 

খনি থেকে পাথর পরিবহন ব্যবস্থা আরও সহজ ও কার্যকর করতে পার্বতীপুরের ভবানীপুর থেকে মধ্যপাড়া পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ জরাজীর্ণ রেললাইন দ্রুত সংস্কারের নির্দেশ দেন উপদেষ্টা। পরিদর্শনকালে উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন এবং মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ডিএম জোবায়েদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

উল্লেখ্য, ১৯৯৪ সালে যাত্রা শুরু করা মধ্যপাড়া পাথর খনি দীর্ঘ সময় লোকসানে থাকার পর ২০১৩ সালে জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়ামের

 

 (জিটিসি) অধীনে উৎপাদন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পায়। জিটিসির দক্ষ ব্যবস্থাপনায় বর্তমানে খনি থেকে দৈনিক প্রায় সাড়ে ৫ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করা হচ্ছে। ২০১৮-১৯ অর্থবছর থেকে ধারাবাহিকভাবে লাভজনক অবস্থায় থেকে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই খনি।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…