Masud Rana
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগে রাজশাহীতে একটি অসাধু চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতভর অভিযান চালিয়ে নগরীর উপশহর সৃজনী সেন্ট্রাল স্কুলের সামনে এবং মালোপাড়া কমিউনিটি ব্যাংকের বুথ এলাকা থেকে তাদের যৌথভাবে গ্রেফতার করে বোয়ালিয়া থানা পুলিশ ও রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৯ জানুয়ারি) গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো মোঃ আল মামুন (৪২), মোঃ মাহবুব আলম (৪৬), মোছাঃ আনজুয়ারা খাতুন (২৫), মোঃ জুলফিকার আলী (৪০), মোঃ নয়ন আলী (২৭) এবং রায়হান কবির (৩০)। তাদের অধিকাংশের বাড়ি নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় এবং একজনের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলায়।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, শুক্রবার অনুষ্ঠিতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র আগেই সরবরাহ করার কথা বলে নিজেদের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে একাধিক প্রার্থীর কাছ থেকে স্বাক্ষরিত ব্যাংকের ব্ল্যাংক চেক, স্বাক্ষরযুক্ত ফাঁকা স্ট্যাম্প, পরীক্ষার্থীদের এডমিট কার্ড ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করে চক্রটি।
অভিযানকালে তাদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ১২টি ব্ল্যাংক চেক, ২১টি স্ট্যাম্প এবং প্রতারণায় ব্যবহৃত সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতার রায়হান কবির অসুস্থ থাকায় বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে।