মোঃ জহুরুল ইসলাম,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ১৭ ডিসেম্বর, ২৫ ইং
জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর ৪০ তম বাষিক সাধারন সভা বুধবার (১৭
ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট পৌর-কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
বিদায়ী সভাপতি আব্দুর হাকিম মন্ডলএর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসনের সহকারী
কমিশনার জাহাংগীর আলম, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, বিএনপির নির্বাহী
কমিটির সদস্য ফয়সার আরিম, জেলা জামায়াতের আমির ডা: ফজলুর রহমান,বিসিআইসির
সাবেক পরিচালক আমিনুল বারি, সাবেক সভাপতি বেলায়েত হোসেন লেবু, জেলা বিএনপির
যুগ্ন আহবায়ক আব্দুর ওয়াহাব, ও নব নির্বাাচিত সভাপতি আনোয়ারুর হক আনু।
সভায় অ্যাগ্রো প্রসেসিং ও পোল্ট্রী শিল্পের সুরক্ষা ভবিষৎ জয়পুরহাটে ভারি শিল্প আনতে পাইপ
লাইনের মাধ্যমে গ্যাস নিয়ে আসার পরিকল্পনা, আলুর চিপ ফ্লেক্স বা স্টার্চ তৈরির মত ছোট ও
মাঝারী কারখানা করা,ও ব্যবসায়ীদের ব্যাংক লোন সহজ শর্তে দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা
গ্রহন করার আহবান জানান বক্তারা।
জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ ভবনে ১৭ ডিসেম্বর, ২৫ ইং বিকেলে সহ
সভাপতির ভোট অনুষ্ঠিত হবে বলে জানান নির্বাচন কমিশনার এজাজ মতিন।