logo

সময়: ০১:৪২, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ০১:৪২ অপরাহ্ন

সর্বশেষ খবর

সুনামগঞ্জের ছাতকে লন্ডন প্রবাসীর বিরুদ্ধে পবিত্র মক্কা-মদিনা অবমাননার অভিযোগ জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর ৪০ তম বাষিক সাধারন সভা অনুষ্ঠিত হয় রাজনৈতিক পরিচয়ে মাঠ ও পার্ক দখলকারীদের বিরুদ্ধে দলীয় পদক্ষেপ গ্রহনের আহবান   *ঢাকার কেরাণীগঞ্জে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি মো: আরিফ খলিফা (৩৫)’কে চট্রগ্রাম বন্দর হতে গ্রেফতার করেছে র‌্যাব।* *ফরিদপুর সালথায় মাছ ব্যবসায়ী উৎপল সরকার (২৬)’কে ক্লুলেস হত্যা মামলার আসামি জাফর মোল্যা (৪২)’কে ঢাকার সাভার হতে গ্রেফতার করেছে র‌্যাব।* মনোনয়নপত্র সংগ্রহ করলেন কুমিল্লা-৯ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা

নোয়াখালীতে গাড়ির গ্যারেজে ঝুলছিল চালকের মরদেহ

Abdul Based
১৭ ডিসেম্বর, ২০২৫ | সময়ঃ ০৭:৫২
photo
নোয়াখালীতে গাড়ির গ্যারেজে ঝুলছিল চালকের মরদেহ


আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগে গ্যারেজ থেকে এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, একই দিন সকাল ১০টা থেকে ১টার মধ্যে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের আবুল হোসেনের গ্যারেজে গলায় ফাঁস দিয়ে ওই চালক আত্মহত্যা করে।     

নিহত মো.আরিফ হোসেন (৩০) উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রামের মো.মনির আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আরিফ পেশায় একজন পিকআপ ভ্যান চালক ছিলেন। তিনি উত্তর মোহাম্মদপুর গ্রামের আবুল হোসেন মিয়ার গ্যারেজে গাড়ি রাখতেন। ওই গ্যারেজে বুধবার সকালে সবার অগোচরে ঢুকে সিলিং ফ্যানের হুকের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে দুপুরের দিকে আরেকজন চালক গ্যারেজে গাড়ি রাখতে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে গ্রেরণ করে। তবে তাৎক্ষণিক পুলিশ আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি। স্থানীয়দের ভাষ্যমতে, আরিফের পরিবারে স্ত্রী ও মাকে নিয়ে আগে থেকে কলহ ছিল। পারিবারিক কারণে আজ সকালে  ভিকটিম পিকআপ চালাতে যায়নি।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…