logo

সময়: ০১:৪৬, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ০১:৪৬ অপরাহ্ন

সর্বশেষ খবর

সুনামগঞ্জের ছাতকে লন্ডন প্রবাসীর বিরুদ্ধে পবিত্র মক্কা-মদিনা অবমাননার অভিযোগ জয়পুরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর ৪০ তম বাষিক সাধারন সভা অনুষ্ঠিত হয় রাজনৈতিক পরিচয়ে মাঠ ও পার্ক দখলকারীদের বিরুদ্ধে দলীয় পদক্ষেপ গ্রহনের আহবান   *ঢাকার কেরাণীগঞ্জে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি মো: আরিফ খলিফা (৩৫)’কে চট্রগ্রাম বন্দর হতে গ্রেফতার করেছে র‌্যাব।* *ফরিদপুর সালথায় মাছ ব্যবসায়ী উৎপল সরকার (২৬)’কে ক্লুলেস হত্যা মামলার আসামি জাফর মোল্যা (৪২)’কে ঢাকার সাভার হতে গ্রেফতার করেছে র‌্যাব।* মনোনয়নপত্র সংগ্রহ করলেন কুমিল্লা-৯ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা

*ফরিদপুর সালথায় মাছ ব্যবসায়ী উৎপল সরকার (২৬)’কে ক্লুলেস হত্যা মামলার আসামি জাফর মোল্যা (৪২)’কে ঢাকার সাভার হতে গ্রেফতার করেছে র‌্যাব।*

Ekattor Shadhinota
১৭ ডিসেম্বর, ২০২৫ | সময়ঃ ১০:০৭
photo
*ফরিদপুর সালথায় মাছ ব্যবসায়ী উৎপল সরকার (২৬)’কে ক্লুলেস হত্যা মামলার আসামি জাফর মোল্যা (৪২)’কে ঢাকার সাভার হতে গ্রেফতার করেছে র‌্যাব।*

  *ফরিদপুরের সালথা থানা এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ও ক্লুলেস মাছ ব্যবসায়ী উৎপল সরকার (২৬) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি জাফর মোল্যা (৪২)’কে* গ্রেফতার করা হয়।

  *গত ০৫/১২/২০২৫ ইং তারিখ ভোর আনুমানিক ০৪:০০ ঘটিকার সময়* মাছ ব্যবসায়ী উৎপল সরকার অটোভ্যান চালক ফিরোজ মোল্যার অটোভ্যানে করে মাছ ক্রয়ের উদ্দেশ্যে মুকসুদপুরের উদ্দেশ্যে রওনা হন। ভোর *আনুমানিক ০৪:৩০ ঘটিকায় সালথা থানাধীন গৌড়দিয়া কালীতলা ব্রিজ এলাকায়* পৌঁছালে একটি অটো ইজিবাইক তাদের গতিরোধ করে। ইজিবাইক থেকে মুখোশ পরিহিত *অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তি* ধারালো অস্ত্র নিয়ে নেমে এসে অটোভ্যান চালক ফিরোজ মোল্যাকে হাত ও মুখ বেঁধে ব্রিজের রেলিংয়ের সঙ্গে বেঁধে ফেলে। এ সময় তারা অটোভ্যান চালকের নিকট হতে অটোভ্যানটির চাবি, নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তিরা ভিকটিম উৎপল সরকারকে প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছে থাকা *মাছ ক্রয়ের নগদ অনুমান ২০,০০০ থেকে ২৫,০০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে* তার মৃতদেহ রাস্তার পার্শ্বে কালীতলা ব্রিজের এক কোণে ফেলে রাখে এবং অটোভ্যানটি রাস্তার পার্শ্বে রেখে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করে। পথচারীদের যাতায়াতের মাধ্যমে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

  এ ঘটনার পর উৎপল সরকারের বাবা বাদী হয়ে ফরিদপুর জেলার সালথা থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং- ০৪, তারিখ- ০৬/১২/২০২৫ খ্রি., ধারা- ৩৯৪/৩০২ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেফতারে র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই প্রেক্ষিতে র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি জোরদার করে।

  *গতকাল ১৬/১২/২০২৫ তারিখ রাত আনুমানিক ২১:৪৫ ঘটিকায়* র‌্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৪ এর সহযোগিতায় *ঢাকা জেলার সাভার থানাধীন পশ্চিম ব্যাংক টাউন এলাকা* থেকে মামলার তদন্তে প্রাপ্ত আসামি *জাফর মোল্যা (৪২),* পিতা- মৃত কাদের মোল্যা, সাং- তেতুলিয়া, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করা হয়।

  গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…