logo

সময়: ০৫:৩৫, বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ০৫:৩৫ অপরাহ্ন

সর্বশেষ খবর

নোয়াখালীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

Abdul Based
১৭ ডিসেম্বর, ২০২৫ | সময়ঃ ০৩:৪২
photo
নোয়াখালীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল


আবদুল বাসেদ নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় জিয়া মঞ্চের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার হরনী ইউনিয়নের আলী বাজারে এই কর্মসূচি পালন করা হয়। হরনী ইউনিয়ন জিয়া মঞ্চ এ দোয়া মাহফিল ও আলোচনার সভার আয়োজন করে। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা সালাউদ্দিন।   

আলোচনা সভায় হরনী ইউনিয়ন জিয়া মঞ্চ সভাপতি জামসেদুল ইসলাম টুটুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হাতিয়া উপজেলা জিয়া মঞ্চের সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আখতারুজ্জামান দোলন, হাতিয়া উপজেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নিশান উদ্দিন রকি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন প্রমূখ।   
অনুষ্ঠানে বক্তারা বলেন, জিয়া পরিবার দেশের ক্রান্তিলগ্নে মানুষের পাশে ছিলো, আগামীতেও জিয়া পরিবার দেশের মানুষের পক্ষে থাকবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি দেশের গণতন্ত্রের প্রতীক।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…