আবদুল বাসেদ নোয়াখালী:নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ব্যঙ্গের ছাতার মতো গড়ে ওঠা অবৈধ ইট ভাটার ( ড্রাম চিমনি) বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হাতিয়া উপজেলা প্রশাসন ও নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে মেসার্স এম,এইচ,ব্রিকস ও একেবি ব্রিকসের ইট ভাটা, কাঁচা ইট, চিমনি ভেঙে গুড়িয়ে দিয়েছে।
ভাটা গুড়িয়ে দেয়ার পর ফায়ার সার্ভিসের ইউনিট সদস্যরা পানি ছিটিয়ে উভয় ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়। পরবর্তীতে ইট ভাটার কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখার আদেশ প্রদান করে মোবাইল কোর্টের কার্যক্রম পরিসমাপ্তি করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সূত্রে জানা যায়, অভিযানে এম,এইচ ব্রিকসের মালিক পারভেজ আহম্মেদকে নগদ ২ লক্ষ টাকা জরিমানা করে আদায় করা হয়। অপর ভাটার মালিক পালিয়ে যাওয়া নগদ টাকা জরিমানা আর আদায় করা যায়নি।
গত বৃহস্পতিবার ( ১১ ডিসেম্বর) ও শুক্রবার ( ১২ ডিসেম্বর) হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আলাউদ্দিন ইট প্রস্তুত ও ভাটা স্হাপন ( নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত) ২০১৯ আলোকে মোবাইল কোর্টটি পরিচালনা করেন।
নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজীব, পরিদর্শক মো: মিলন,হাতিয়া উপজেলা ফায়ার সার্ভিসের ইউনিট সদস্য,হাতিয়া থানা পুলিশ ঘটনাস্থলে থেকে সহায়তা করেন।
।