logo

সময়: ১২:২৭, শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১২:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ খবর

নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

Abdul Based
১২ ডিসেম্বর, ২০২৫ | সময়ঃ ০৯:১৫
photo
নোয়াখালীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল


আবদুল বাসেদ নোয়াখালী:
নোয়াখালীর বেগমগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলার চৌমুহনী হোয়াইট হাউজে এই দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়। আম্বার গ্রুপের চেয়ারম্যান ও বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল এ কর্মসূচির আয়োজন করে।

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হুমায়ুন কবির, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মফিজুর রহমান দিপু, চৌমুহনী পৌরসভা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নিজাম উদ্দিন রুবেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেও দোয়া করা হয়।

অনুষ্ঠানে আম্বার গ্রুপের চেয়ারম্যান ও বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল  বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তিনি দেশ এবং দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। আজকে তিনি অসুস্থ। তার সুস্থতা দেশের সর্বস্তরের মানুষের প্রত্যাশা। আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিগগিরই পরিপূর্ণ সুস্থতা দান করবেন এবং আবারও তিনি জনগণের মাঝে ফিরে আসবেন।

শেয়ার করুন...

আরও পড়ুন...

ফেসবুকে আমরা…