জসিম উদ্দিন রাজ,সোনাইমুড়ী
নোয়াখালী জেলার সোনাইমুড়ীর ৯ নং ডেওটি ইউনিয়নের পীতাম্বপুর শহীদ জিয়া স্মৃতি সংসদ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১১ ঘটিকার সময় পীতাম্বপুর হাই স্কুল মাঠে এ আলোচনা সভা ও জিয়া স্মৃতি সংসদ উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিষ্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। এ সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা বিএনপি'র সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান মো.দিদার হোসেন দিদার, সাবেক সোনাইমুড়ী পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বী মাহবুব, সাবেক কমেটির উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল মনসুর সেলিম, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন পিন্টু, যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান,উপজেলা বিএনপির সদস্য ফারুক, উপজেলা কৃষকদলের আহবায়ক ফখরুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম মুন্সী,পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মো.মাঈন উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নূর মোহাম্মদ সাদ্দাম, সাবেক ৯নং ডেওটি ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার ইসমাইল হোসেন বাবুল, সাবেক সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন লিটন, সৌদি আরব প্রবাসী রবিউল হোসেন রুবেল,ওমান প্রবাসী শাকায়েত হোসেন সুজন,প্রবাসী ফখরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আবদুল আজ্জিজ, রুবেল,রেদোয়ানসহ প্রমূখ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।